শান্তি প্রতিষ্ঠায় ইসলামী জিহাদই একমাত্র মুক্তির পথ : আল্লামা জুনায়েদ বাবুনগরী

সন্ত্রাস দমনে, শান্তি প্রতিষ্ঠায় ও তাগুতের মোকাবেলায় ইসলামী জিহাদই আমাদের একমাত্র মুক্তির পথ বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।

২১ জুন শুক্রবার গাজীপুর চৌরাস্তায় অবস্থিত জামিয়াতুর রাহমায় ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্রদের হাদীসের সর্বোচ্চ কিতাব বোখারী শরীফের উদ্বোধনী সবক পাঠদান কালে তিনি এ কথা বলেন।

হাদীসের গুরুত্ব, হাদীস সংকলনের ইতিহাস ও ইমাম বোখারীর জীবন বৃত্তান্ত আলোচনা করে নবীন আলেম ও যুবকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ একটি  ম্যাসেজ দিতে গিয়ে আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, আমাদের মনে রাখতে হবে আল্লাহ তা’য়ালা আমাদের প্রতিপালক, মহাগ্রন্থ আল কুরআন ও নবী করীম সা. এর সুন্নাতই আমাদের সংবিধান, শাশ্বত  ধর্ম ইসলাম আমাদের পূৰ্ণাঙ্গ জীবন বিধান এবং রাসূল সা. আমাদের রাহবার।

সন্ত্ৰাস দমনে, শান্তি প্রতিষ্ঠায়, তাগুতের মোকাবেলায় ইসলামী জিহাদই আমাদের মুক্তির পথ, আল্লাহ তা’য়ালার রাস্তায় মৃত্যুবরণ আমাদের জীবনের মূল্যবান স্বপ্ন এবং কুরআন সুন্নাহ’র গভীর জ্ঞান অর্জন করে সৎ চরিত্রের অধিকারী হয়ে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা, বিশ্ব নবী সা.এর  আদর্শ বাস্তবায়ন এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে সর্বক্ষেত্রে শান্তি, ন্যায় ও সত্যের পরিবেশ সৃষ্টি করা আমাদের অপরিহার্য দায়িত্ব ও কর্তব্য।

জামিয়ার দারুল হাদীস মিলনায়তনে মাদরাসার প্ৰতিষ্ঠাতা পরিচালক মাওলানা গাজী আল মাহমুদের সভাপতিত্বে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলকাতার বিশিষ্ট মুহাদ্দিস মাওলানা সোহরাব আলী খান কাসেমী, মুফতি মিজানুর রহমান সাঈদ, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আশেকে মোস্তফা, মুফতি হাবীবুর রহমান মিয়াজী, মুফতি মুনির কাসেমী, মুফতি ইরশাদুল্লাহ কাসেমী প্রমুখ।

 

  • আরও পড়ুন 
  • পর্দা নিয়ে আপত্তিকর মন্তব্যে মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে : আল্লামা বাবুনগরী https://adarshanari.com/news/national/7501/
  • কেয়ামত পর্যন্ত আপনাদের মাধ্যমেই ইসলাম জিন্দা থাকবে : কওমী ছাত্রদের উদ্দেশ্যে আল্লামা বাবুনগরী https://adarshanari.com/news/national/7496/
  • আল্লামা বাবুনগরীর হুংকারে যেভাবে দখলমুক্ত হল ওমর ফারুক মাদরাসা https://adarshanari.com/news/national/7330/
  • আল্লামা বাবুনগরীর হাতে ইসলাম গ্রহণ করলেন বৌদ্ধ যুবক https://adarshanari.com/news/bangladesh/7294/
  • এলেম পেতে হলে উস্তাদকে সম্মান করতে হবে, বেয়াদব বঞ্চিত হয় : আল্লামা শফী https://adarshanari.com/news/national/7492/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *