হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ্ আহমদ শফী বলেছেন, ইলম পেতে হলে উস্তাদকে সম্মান করতে হবে। ইলম শেখার জন্য আদব জরুরি। বেয়াদব কখনো ইলমের দ্বারা উপকৃত হতে পারেনা।
মঙ্গলবার (১১ জুন) দারুল উলুম মাঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার বড় মসজিদে নবীন ছাত্রদের উদ্দেশ্যে নসীহত করার সময় এসব কথা বলেন।
আল্লামা আহমদ শফী আরো বলেন, আদব খুব মূল্যবান জিনিস। অনেক মেধাবী ছাত্রদের দেখা যায় বেয়াদবির কারণে ইলম থেকে উপকৃত হতে পারেনা, বঞ্চিত হয়। তাই ইলম শেখার আগে আমাদের আদব শেখা জরুরি। মাদরাসা, উস্তাদ, সহপাঠী, কিতাব এবং সামাজিকভাবে যেনো আমাদের আদব ঠিক থাকে সেদিকে নজর দিতে হবে।
তিনি আরো বলেন, আপনারা ইলম শেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে বহু কষ্ট করে উম্মুল মাদারিসে এসেছেন। আপনাদের পিতা-মাতাও বুক ভরা আশা নিয়ে আপনাদেরকে পাঠিয়েছেন। তারা যে লক্ষ্যে পাঠিয়েছেন সেদিকে গুরুত্ব দিন। সময়কে মূল্যায়ন করুন, অযথা ঘুরাঘুরি করবেন না। মাদরাসার নিয়ম-কানুন মেনে চলবেন। উস্তাদদের সাথে সম্পর্ক তৈরী করার চেষ্টা করবেন।
এসময় হেফাজত মহাসচিব ও মাদরাসার সহকারী মহাপরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী সহ আরো উস্তাদবৃন্দ উপস্থিত ছিলেন।
ইনসাফ