মাদরাসা খাতুনে জান্নাত (রা.) সংক্রান্ত সকল তথ্য

মাসিক আদর্শ নারী পরিচালিত মারকাযুদ দুরুস আল ইসলামিয়ার ইফতা বিভাগে ভর্তি চলছে। বিস্তারিত লিঙ্কে 

https://adarshanari.com/featured-2/11229/


 

পরিচিতি

মাদরাসা খাতুনে জান্নাত (রা.)।  মাসিক আদর্শ নারী পরিচালিত মেয়েদের আদর্শ কওমি শিক্ষা প্রতিষ্ঠান।  মাসিক আদর্শ নারী সম্পাদক মুফতী আবুল হাসান শামসাবাদীর তত্ত্বাবধানে এবং তার সহধর্মিণী আলিমা উম্মে সাঈদের পরিচালনায় ১৯৯৪ সাল থেকে এটি পরিচালিত হয়ে আসছে।

 

জামা’আত সমূহ

উক্ত মাদরাসায় শিশুশ্রেণী থেকে ৪র্থ শ্রেণী, নুরানী মক্তব, হিফজ, কিতাব বিভাগ ও বিশেষ শর্টকোর্স বিভাগ রয়েছে। (এই মুহূর্তে বন্ধ। রমজানের পর থেকে চালু হবে ইনশাআল্লাহ তাআলা)
এ ছাড়াও সর্বস্তরের বয়স্কা মেয়েদের জন্য নূরানী মু’আল্লিমা, ক্বারিয়ানা ও কুরআন শিক্ষা ট্রেনিং- এর ব্যবস্থা রয়েছে।

 

বয়স্কা ট্রেনিং কাদের জন্যে?

মু’আল্লিমা ট্রেনিং : যে বয়স্কা মেয়েরা কুরআন শরীফ সহীহ শুদ্ধভাবে পড়তে পারেন এবং নূরানী পদ্ধতিতে পবিত্র কুরআন ও জরুরি আহকামে দ্বীন শিক্ষার শিক্ষিকা হওয়ার যোগ্যতা অর্জন করতে ইচ্ছুক বা মাদরাসায় খেদমত করতে চান অথবা নিজে মাদরাসা প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, তাদের জন্য নূরানী মু’আল্লিমা ট্রেনিং এর ব্যবস্থা রয়েছে।

ক্বারিয়ানা ট্রেনিং : যে সকল মেয়েরা সহীহ করে কুরআন শরীফ পড়তে পারেন না, তাদের সহি শুদ্ধভাবে কুরআন শিক্ষা এবং ওযু নামায ইত্যাদির নিয়ম পদ্ধতি, মাসাইল ও দোয়া কালাম ইত্যাদি শিক্ষার জন্য নূরানী ক্বারিয়ানা ট্রেনিং এর ব্যবস্থা।

কুরআন শিক্ষা ট্রেনিং তথা নাজেরা : যে বয়স্কা মহিলারা একেবারেই কুরআন পড়তে পারেন না, তাদের জন্য নূরানী তা’লীমুল কুরআন ট্রেনিং এর ব্যবস্থা রয়েছে। এই ট্রেনিংএ কুরআন রিডিং চালু করিয়ে দেয়া হয়।

 

ট্রেনিং কয়দিন ব্যাপী? 

মু’আল্লিমা ও ক্বারিয়ানা ট্রেনিংগুলো ২ মাস ব্যাপী হয়ে থাকে। তবে যাদের হাতে সময় খুব কম থাকে, তাদের জন্যে বিশেষ ৪০ দিনের একটি ট্রেনিং রয়েছে। প্র্যাক্টিক্যাল ক্লাস কমিয়ে আমরা ৪০ দিনে পুরো ট্রেনিং কাভার করার চেষ্টা করে থাকি। ৪০দিনের ট্রেনিং এর নির্দিষ্ট কোন সময় নেই তবে সাধারণত রমজানের আগেই অনুষ্ঠিত হয়ে থাকে। আর সারা বছর ২ মাস ব্যাপি ট্রেনিং চলে। তবে নাজেরা ট্রেনিং এর নির্দিষ্ট সময় নেই। যতদিন না কুরআন রিডিং চালু হচ্ছে, এটি চলতে থাকে।

 

পরবর্তী কোর্সের সময় : 

২৬ মে ২০২১ থেকে ২ মাসের কোর্স। প্রতি মাসে ৪৫০০ টাকা সাথে ভর্তি ফি ২০০০ টাকা যুক্ত হবে
আরও জানতে 01715-039399

বিশেষ দ্রষ্টব্য :

  • প্রেগনেন্সি বা ভোগান্তিকর জটিল রোগ অবস্থায় না আসা বাঞ্ছনীয়।
  • বয়স্ক মহিলাদের বাচ্চাসহ ভর্তি নেয়া হয় না।
  • জীনের সমস্যা থাকলে সুস্থ হয়ে আসলে ভালো হবে।

বিশেষ আকর্ষণ :

  • কোর্সে অংশগ্রহণকারিণী প্রত্যেককে মাসিক আদর্শ নারীর নির্বাচিত ভলিয়াম উপহার দেয়া হবে।
  • পরীক্ষায় উত্তীর্ণদের সার্টিফিকেট দেয়া হবে।
  • শিক্ষকতায় আগ্রহীগণকে বিভিন্ন মহিলা মাদ্রাসায় খেদমতে নিয়োগে সহায়তা করা হবে।

শর্টকোর্স সম্পর্কে বিস্তারিত :

এসএসসি, এইচএসসি, ডিগ্রি বা মাস্টার্স পাস বয়স্কা মেয়ে – যাদের মহিলা মাদ্রাসায় দীর্ঘ ১২ বছরের পূর্ণাঙ্গ পাঠ্যক্রমে পড়ে আলেমা হওয়া দুঃসাধ্য, তাদের জন্য পবিত্র কুরআন-হাদীস, ফিক্বহ ও নাহু-সরফ আদবসহ দ্বীনী জরুরী বিষয়গুলো যুগোপযোগী শর্টকোর্স সিলেবাসের মাধ্যমে পাঠদান করে মাত্র ২ বছরে জরুরী ইলমে দ্বীন (কুদুরী পর্যন্ত) শিক্ষালাভ এবং ৪ বছরে দাওরায়ে হাদীস সম্পন্ন করে আলেমা হওয়ার ব্যবস্থা রয়েছে।

লোকেশন :

মাদ্রাসা খাতুনে জান্নাত (রা.)

বাংলাদেশ নূরানী তা’লীমুল কুরআন ট্রেনিং ইন্সটিটিউট এর কেন্দ্রীয় ট্রেনিং সেন্টার

৭৮/৫-এ, মিয়াজান লেন, মানিকনগর, ঢাকা।
ফোন – 01715-039399, 01911-300457

ডিরেকশন :

সায়দাবাদ কমলাপুরের মাঝামাঝি মানিকনগর বাসস্ট্যান্ডের দক্ষিণে রয়েল ভিলেজ পার্টি সেন্টারের পাশে স্টারলাইন বাস কাউন্টার সংলগ্ন মিয়াজান গলিতে মাদ্রাসাটি অবস্থিত।
গুগল ম্যাপের ডিরেকশন অন করে চলে আসুন https://goo.gl/maps/TTHCwTiAeDzf15yc9

খরচাদি :

ভর্তি ফরম ১০০/-।  আবাসিকদের ভর্তি ফি ২০০০/-।  মাসিক বেতন ৮০০/-।  আবাসিক ফি ১২০০/- ও খানা খরচ ২৫০০/-।  সর্বমোট ৪৫০০/- প্রতি মাসে। ১ম মাসে ভর্তি বাবদ ২০০০/- যুক্ত হবে। ২ মাসের কোর্সে ১ম মাসে খরচ ৬৫০০ ও ২য় মাসে খরচ ৪৫০০ সর্বমোট খরচ ১১,০০০ টাকা মাত্র।

আর অনাবাসিকদের ভর্তি ফি ২০০০/-।  মাসিক বেতন ৮০০/- ও অনাবাসিক ইউটিলিটি ফি ৮০০/-।  সর্বমোট ১৬০০ টাকা। ২ মাসে মোট খরচ ৫২০০ টাকা মাত্র।

তবে ৪০ দিনের কোর্সের খরচ ভিন্ন। সেক্ষেত্রে ভর্তি ফি ১৫০০/-।  মাসিক বেতন ১২০০/-।  আবাসিক ফি ১৮০০/- ও খানা খরচ ৩৫০০/-।  সর্বমোট ৮০০০/- এককালীন প্রদেয়।

নিয়মাবলী :

  • শরীয়তসম্মত পরিধেয় বস্ত্র ও গোল জামা, নেকাবসহ গোল পাটের বোরকা, হাত মোজা, পা মোজা, স্যান্ডেল, বিছানা, প্লেট, বোতল, গ্লাস, দস্তরখান, টয়লেট পেপার, জায়নামাজ প্রভৃতি সঙ্গে আনতে হবে।
  • ট্রাঙ্ক আনার প্রয়োজন নেই।  তবে তালা সিস্টেম ব্যাগ আনতে হবে।
  • নভেল, উপন্যাসের বই, ছবি, গহনা সেট কিংবা আপত্তিকর কিছু মাদ্রাসায় আনা যাবে না।
  • মোবাইল ফোন সঙ্গে আনা যাবে না। একান্ত নিয়ে এলে মাদ্রাসায় জমা থাকবে। সপ্তাহে ৩দিন অর্থাৎ রবি, মঙ্গল ও শুক্রবার প্রয়োজনীয় ফোনের ব্যবস্থা রয়েছে।

ফেসবুক পেজ- facebook.com/MadrasaKhatuneJannat

ট্রেনিং সেন্টারের ফেসবুক পেজ facebook.com/nurani.training

%d bloggers like this: