হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী ছাত্রদের উদ্দেশ্য করে বলেছেন, এই দ্বীনকে আপনারাই এগিয়ে নিয়ে যাবেন। আপনারা যদি হীনমন্যতায় ভোগেন তাহলে কেয়ামত পর্যন্ত দ্বীনের কাজ কিভাবে চলবে? কেয়ামত পর্যন্ত আপনাদের মাধ্যমেই ইসলাম জিন্দা থাকবে। আপনারা নিজেদের দ্বীনের দা’য়ী হিসেবে গড়ে তুলবেন। আপনারাই দ্বীনের প্রকৃত মুজাহিদ।
মঙ্গলবার (১১ জুন) দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার বড় মসজিদে নবীন ছাত্রদের উদ্দেশ্যে নসীহত করার সময় এসব কথা বলেন।
আল্লামা বাবুনগরী বলেন, আপনারা অনেক সৌভাগ্যবান কারণ আপনাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস এসেছে। কোনো এমপি মন্ত্রী বা দুনিয়াবি শিক্ষায় শিক্ষিতদের ব্যাপারে এমন কোনো হাদীস আসেনি।
আল্লামা বাবুনগরী আরো বলেন, আপনারা তালেবে ই’লম। আপনারা হীনমন্যতায় ভুগবেন না। আপনারা মনে রাখবেন, আপনারা তো সেই ছাত্র যাদের জন্য ফেরেশতাগণ পাখা বিছিয়ে দেন।
তিনি আরো বলেন, শাহ্ ওয়ালি উল্লাহ মুহাদ্দেসে দেহলভী, কাসেম নানুতুবীর মতো আকাবীরগণ দ্বীনকে জিন্দা করতে আবার আসবেন না। আপনাদেরকেই সেই দায়িত্ব নিতে হবে। আপনারাই হবেন আগামীর হুসাইন আহমদ মাদানী, আপনারাই আগামীর আশরাফ আলী থানবী।
আল্লামা বাবুনগরী আরো বলেন, আমল ছাড়া ইলমের গুরুত্ব নেই। ইলম ছাড়া আমলেরও গুরুত্ব নেই। তাই আপনাদের আমলে গুরুত্ব দিতে হবে। আমল ছাড়া ইলম কখনো পরিপূর্ণ হতে পারেনা।
ইন্সাফ