দুভাবে হওয়া যায় –
পোস্ট অফিস
সরাসরি গ্রাহক হয়ে প্রতি মাসে ১ কপি করে পেতে এক বছরের রেজিস্টার্ড ডাকের ফি ৩২০ টাকা পোস্ট অফিসের মাধ্যমে মানি অর্ডার করবেন। মানি অর্ডার ফর্মের নিচে গ্রাহক হব লিখতে হবে। পাঠাবেন এই ঠিকানায় – মাসিক আদর্শ নারী, ১১/১, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০।
বি.দ্র. খামে ভরে টাকা পাঠাবেন না।
বিকাশ –
মোট ৩২৫ টাকা মাসিক আদর্শ নারীর বিকাশ পারসোনাল নম্বর 01791-99 77 33 এ সেন্ড মানি করুন। এরপর নাম, পূর্ণ ঠিকানা, নাম্বার ও গ্রাহক হব লিখে উক্ত নাম্বারে ম্যাসেজ করে দিলে কাজ শেষ। পত্রিকা বের হওয়া মাত্র ডাক বিভাগ মারফত পত্রিকা পাঠানো হবে।
আপনি মাসিক আদর্শ নারী পত্রিকাটি ২০% কমিশনে বিক্রির মাধ্যমে দীনী খেদমত করে টাকা আয় করতে পারেন। যারা এভাবে নিবন্ধিত হয় তাদের এজেন্ট বলা হয়। এজেন্ট হতে হলে ৫ কপি বা এর অধিক পত্রিকা নিতে হয়।
এজেন্ট হওয়ার জন্য প্রথমে জামানত হিসেবে ২০ টাকা বিকাশ করবেন মাসিক আদর্শ নারীর বিকাশ পারসোনাল 01791-99 77 33 নম্বরে। এরপর কপি সংখ্যা ও নাম, ঠিকানা, নাম্বার ও এজেন্ট হতে চাই লিখে উক্ত বিকাশ নম্বরে SMS করুন। এরপর এজেন্ট করে পোস্ট অফিসের মাধ্যমে ভিপিতে পত্রিকা পাঠানো হবে। পত্রিকা হাতে পেয়ে পোস্ট অফিসে টাকা পরিশোধ করতে পারবেন। প্রতি কপির খুচরা মূল্য ২০ টাকা মাত্র। পাইকারী ৪০ কপির নীচে 20% কমিশন। ৪০ কপি থেকে ২৫% কমিশন। ১০০ কপি থেকে ৩০% কমিশন। পত্রিকা পাঠানোর ডাক খরচ পত্রিকা কর্তৃপক্ষ বহন করবে। তবে টাকা পাঠানো বাবদ ডাক খরচ মনি অর্ডার ফি ১ম শ’তে ৫ টাকা এর পর প্রতি শ’তে ৩ টাকা হারে গ্রহণ করবে।
এজেন্ট বিভাগে যোগাযোগ করতে 01712627028
আপনি তিনভাবে আমাদের কাছে মাসআলা জিজ্ঞেস করতে পারবেন;
১ – চিঠির মাধ্যমে
২ – ফোনের মাধ্যমে
৩ – ওয়েব সাইটের মাধ্যমে
♦ চিঠির মাধ্যমে জানতে আমাদের অফিস ঠিকানায় আপনার প্রশ্নটি লিখে পাঠিয়ে দিন।
ঠিকানা- সুওয়াল জাওয়াব, মাসিক আদর্শ নারী, ১১/১, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০।
♦ ফোনে মাসআলা জানতে আসর থেকে এশার ভেতর কল দিন এই নাম্বারে +8801923-295995
মুফতি সাহেবদের আরও কয়েকটি নাম্বার,
* সময় : সকাল ১০ টা থেকে ১১ টা
মোবাইল : ০১৯১৫-৪৮২৯৩৩
হযরত মাওলানা আনওয়ার হুসাইন সাহেব
সদস্য, দারুল ইফতা
* সময় : বেলা ৩ টা থেকে ৪ টা
মোবাইল : ০১৭২৩-৮৫৪১৮০
হযরত মাওলানা ফয়যুল্লাহ সাহেব
সদস্য, দারুল ইফতা
* সময় : বাদ আসর থেকে ইশা পর্যন্ত
মোবাইল : ০১৭১১-৯৬১৩৭৪
হযরত মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া সাহেব
নায়েবে মুফতী
♦ ওয়েবসাইটে জিজ্ঞেস করতে এই লিংকে যান > https://adarshanari.com/ask-question/
বিজ্ঞাপনের বিস্তারিত দেখতে এই লিংকে ক্লিক করুন https://adarshanari.com/ad/
১। বহুল প্রচারিত মাসিক আদর্শ নারী একটি দ্বীনী পত্রিকা। তাই ইসলামসম্মত বিজ্ঞাপনই এখানে ছাপা হয়
২। বিজ্ঞাপনের বিবরণ, ধরণ এবং কোন সংখ্যায় ছাপা হবে ইত্যাদি তথ্যসহ সম্পূর্ণ বিল অগ্রিম পরিশোধ করতে হয়।
প্রিন্ট ভার্সনে বিজ্ঞাপন দিতে এই ই-মেইলে যোগাযোগ করুন naribiggapon@gmail.com
ওয়েব ভার্সনে বিজ্ঞাপন দিতে এই ই-মেইলে যোগাযোগ করুন saidalhasan01@gmail.com
৪র্থ কভার পৃষ্ঠা : পূর্ণ –৬০,০০০/-
২য় কভার পৃষ্ঠা : পূর্ণ – ৫০,০০০/-
৩য় কভার পৃষ্ঠা : পূর্ণ – ৪৫,০০০/-
ভেতরের পৃষ্ঠা : পূর্ণ – ৪০,০০০/-
ভেতরের অর্ধ পৃষ্ঠা : – ২০,০০০/-
ভেতরের সিকি পৃষ্ঠা : – ১০,০০০/-
ভেতরের মিনি সাইজ পৃষ্ঠা : – ৬০০০/-
কল দিন 01712627028
এই পোস্টে ক্লিক করে বিস্তারিত বর্ণনা দেখুন https://adarshanari.com/featured-2/7150/
১। মাসিক আদর্শ নারীর যে কোন বিভাগে শুধুমাত্র তত্ত্বপূর্ণ, বস্তুনিষ্ঠ, উপকারী, গবেষণাধর্মী, মৌলিক ও স্বরচিত লেখা সাদরে গ্রহণ করা হয়। কাজেই কপি-পেস্ট বা অন্যের লেখা চুরি করে না পাঠানোর জন্যে অনুরোধ করা যাচ্ছে।
২। কোন লেখা গ্রহণ করা, প্রকাশ করা কিংবা বাদ দেয়ার সম্পূর্ণ ইখতিয়ার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
৩। পত্রিকায় লেখা ছাপা হলে সংশ্লিষ্ট সংখ্যাটি লেখকের প্রদত্ত ঠিকানায় পাঠিয়ে দেয়া হয়। কাজেই সংবাদপত্রের গাড়ি সহজে পৌঁছে এমন ঠিকানা দিন এবং সঠিকটাই দিন।
৪। ওয়েব সাইটে লেখা প্রকাশ হলে লেখকের ফেসবুক আইডিতে লিঙ্ক পাঠান হয়। কাজেই আপনার মূল আইডি দিন। ফেইক আইডি বা ছদ্মনাম গ্রহণযোগ্য নয়।
৫। নিজে লিখুন, অপরকে লিখতে উৎসাহিত করুন।
৬। ওয়েব ভার্সনে লেখা পাঠাতে কপি পেস্ট থেকে বিরত থাকুন।
৪ ভাবে লেখা পাঠাতে পারবেন-
১। A4 কাগজের এক পৃষ্ঠায় স্পষ্ট হস্তাক্ষরে লেখক-লেখিকার নাম-ঠিকানাসহ লেখাটি মাসিক আদর্শ নারীর অফিসে পাঠাতে পারেন। ঠিকানা- মাসিক আদর্শ নারী, ১১/১, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০।
২। প্রিন্ট ভার্সনে লিখতে এই ইমেইলে পাঠান। এড্রেস monthlynari@gmail.com
৩। ওয়েব সাইটে লিখতে এই এড্রেসে পাঠান saidalhasan01@gmail.com
৪। মাসিক আদর্শ নারীর অফিসিয়াল ফেসবুক গ্রুপে লিখুন। https://www.facebook.com/groups/Adarsha.Nari/
দুভাবে হওয়া যায় –
পোস্ট অফিস
পূর্ণ ঠিকানাসহ ৩০ টাকা পোস্ট অফিসের মাধ্যমে মনি অর্ডার করে মনি অর্ডার ফরমের নিচের অংশে ‘সবুজ কুঁড়ির সদস্য হব’ লিখে অফিস ঠিকানায় পাঠাতে হবে।
বিকাশ –
৩৫ টাকা সেন্ড মানি করে বিকাশ নম্বরে নাম, ঠিকানা, নাম্বার ও সবুজ কুড়ি সদস্য হব লিখে এসএমএস করলে তাকে সবুজ কুঁড়ির সদস্য করে নেয়া হয়। বিকাশ পারসোনাল নাম্বার 01791-99 77 33
বেনিফিট
সবুজ কুঁড়ির সদস্য হলে তার নাম ঠিকানা পত্রিকায় ছাপা হয় এবং সংশ্লিষ্ট সংখ্যাটি উপহার পাঠান হয়। সবুজ কুঁড়ির সদস্যরা উক্ত বিভাগে লিখতে পারে এবং প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করতে পারে। প্রতিযোগিতায় ভালো করলে বই উপহার পাঠান হয়।