পাকিস্তানের প্রখ্যাত দাঈ মাওলানা তারিক জামিল নিজের হৃদরোগ জনিত অসুস্থতার খবর জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন।
পাকিস্তানের রায়বেন্ড তাবলিগ মারকাজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক অডিও বার্তায় তিনি দেশবাসী ও বিশ্ব মুসলিমের কাছে সুস্থতার দোয়া আবেদন করেছেন।
অডিও বার্তায় তিনি জানান, গত পরশু আমার হঠাৎ করে হৃদযন্ত্রে ব্যথা ওঠে। হাসপাতালে গেলে ডাক্তাররা নতুন করে রিং পরিয়ে দিয়েছেন। এর আগে আরও দুইটি রিং পরানো হয়েছিল আমার হার্টে। এবারেরটিসহ মোট তিনটি রিং হলো। ডাক্তার কিছুদিন বিশ্রামে থাকতে বলেছেন। সবাইকে বলবেন আমার জন্য দোয়া করতে।
আমীন
সুম্মা আমীন, ইয়া রাব্বাল আলামীন
আল্লাহ তা’আলা হযরতকে নেক হায়াত দান করুন আমিন। এবং শেফায়ে কামেলা নসিব করুন।
আমীন, ইয়া রাব্বাল আলামীন
বর্তমান ইসলামী দুনিয়ার এক উজ্জল নক্ষত্র মাওলানা তারিক জামিল :
আল্লাহ তা’আলা হযরতকে নেক হায়াত দান করুন আমিন। এবং শেফায়ে কামেলা নসিব করুন।
আমীন, ইয়া রাব্বাল আলামীন
আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন
আমীন, ইয়া রাব্বাল আলামীন
আল্লাহ আপনি হজরতের হায়াতে বরকত দিন, হজরতকে নেক হায়াত দান করে সুস্থতা ও সুস্বাস্থ্য দান করেন আল্লা।
আমীন, ইয়া রাব্বাল আলামীন
আল্লহ তাআ’লা সর্বদা হযরতকে সুস্থ রাখুন
আমীন, ইয়া রাব্বাল আলামীন