মাসিক আদর্শ নারী সম্পাদক মুফতী আবুল হাসান শামসাবাদী (দা. বা.) প্রতিষ্ঠিত
জামি‘আ মারকাযুদ দুরূস আল-ইসলামিয়া–ঢাকা-এর উদ্যোগে
১ বছর মেয়াদী ইফতা বিভাগ
(আবাসিক / অনাবাসিক / অনলাইন)
মহান আল্লাহর অসংখ্য শুকরিয়া। সাফল্যের সাথে ৫টি শিক্ষাবর্ষ সমাপ্তির পর ৬ষ্ঠ বর্ষে ভর্তি চলছে ইফতা বিভাগে।
✔ শুধু কওমি আলেম অথবা আলিয়ার কামিলদের জন্যে।
দাওরায়ে হাদীস সম্পন্ন করার পর ইল্মে ফিকহের উপর ব্যুৎপত্তি অর্জনের উদ্দেশে উচ্চতর পাঠ গ্রহণ প্রত্যেক আলেমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়। তালিবুল ইল্মগণের এই প্রয়োজনের দিকে লক্ষ্য করে মারকাযুদ দুরুস বিগত ৫ বছর যাবত সুনামের বিশেষায়িত তাখাসসুস ফিল ইফতা কোর্সের আয়োজন করে আসছে।
🔥 কাদের জন্য এই কোর্স?
উলামায়ে কিরামদের মধ্যে যারা দাওরা ফারেগের পর তাখাসসুস ফিল ইফতা পড়ার প্রচণ্ড আগ্রহ রেখেছিলেন বা রাখেন, কিন্তু কোন কারণে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার সুযোগ হয় নি, তবে বর্তমানে ইলমে ফিক্বহ ও ইসলামী মাসআলা-মাসাইল নিয়ে জ্ঞান অর্জনের অদম্য বাসনা এবং প্রচুর মেহনত করবার মত পর্যাপ্ত সময়-সুযোগ রয়েছে, কিন্তু চাকরি ছেড়ে অথবা বাসা থেকে বের হয়ে মাদরাসায় গিয়ে দারস গ্রহণ সম্ভব নয়, শুধুমাত্র তাদের জন্য বিশেষ এই অনলাইন ইফতা বিভাগ।
⚠️ যাদের পক্ষে মাদরাসায় গিয়ে সরাসরি দারসে অংশগ্রহণ সম্ভব, তারা অবশ্যই আবাসিক ইফতা বিভাগে ভর্তি হবেন। অনলাইন ইফতা বিভাগ আপনাদের জন্য নয়।
আমাদের এখানে সুযোগ্য ও দক্ষ মুফতিয়ানে কিরাম উস্তাযগণের মাধ্যমে পাঠদান ও যথোপযুক্ত পথনির্দেশনা পাবেন ইনশাআল্লাহ। অনলাইন হলেও অফলাইন দারসের মত অভিজ্ঞতা আপনি লাভ করবেন বলে আমাদের বিশ্বাস।
আপনি যদি নিজেকে একজন আদর্শ ফিক্হবিদ হিসেবে প্রতিষ্ঠিত করতে এবং ফিকহ ফাতাওয়ার ভুবনে দক্ষ হিসেবে গড়তে চান, তাহলে মারকাযুদ দুরুসে আপনাকে স্বাগতম।
শিফট :–
মারকাযের অনলাইন ইফতা বিভাগ ২ শিফটে পরিচালিত হয়।
দিবা – দুপুর ২টা থেকে ৪টা
নৈশ – রাত ৯টা থেকে ১১টা
ইফতায় ভর্তির শর্তসমূহ :–
➠ দাওরায়ে হাদীস বা হাইআতুল উলয়ার পরীক্ষায় মুমতায / জাইয়্যিদ জিদ্দান / জাইয়িদ রেজাল্ট হওয়া।
➠ তামরীনুল ইফতা তথা সারা বছর ফাতাওয়া লেখনশৈলী চর্চার মতো সক্ষমতা থাকা।
➠ আরবি ও উর্দু কিতাবাদি বোঝার মত পূর্ণ যোগ্যতা থাকা।
➠ মৌখিক ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া।
➠ সারা বছর দারসের জন্যে ২ ঘণ্টা আর দারসের বাইরে মিনিমাম ২ ঘণ্টার মত সময় ফ্রি থাকা।
➠ আসাতিজায়ে কিরামের দিকনির্দেশনা পূর্ণাঙ্গ মেনে চলার দৃঢ় প্রতিজ্ঞা থাকা।
➠ বছরের শেষ পর্যন্ত ইস্তিকামাত তথা দৃঢ়তার সাথে লেগে থাকার মত মনমানসিকতা ও সুযোগ-সুবিধা অবশ্যই থাকা।
“মারকাযুদ দুরুস গতানুগতিক অনলাইন ইফতার চেয়ে ব্যতিক্রম। মারকাযুদ দুরুসে ভর্তির প্রধান শর্তই হচ্ছে প্রচুর মেহনত করতে হবে।
অতএব সারা বছর লেগে থেকে প্রচুর মেহনত করার মত সময়-সুযোগ না থাকলে দয়া করে ভর্তি না হতে অনুরোধ করা হচ্ছে। সপ্তাহে ১/২ দিন হাজিরা দিয়ে পরীক্ষা ছাড়াই টাকার বিনিময়ে সনদ গ্রহণ ইত্যাদির কোনরকম সুযোগ নেই।
মৌখিক পরীক্ষার বিষয় :
হিদায়া সালিস (কিতাবুল বুয়ু তথা বিক্রয় অধ্যায়) থেকে অল্প কিছু ইবারত ও তরজমা জিজ্ঞেস করা হবে।
আরবীতে দক্ষতা যাচাই করা হবে।
বিশেষ আকর্ষণ :
ইফতা শিক্ষার্থীদের জন্য নিয়মতান্ত্রিক দারসের পাশাপাশি স্কিল ডেভেলপমেন্টের উদ্দেশে সারা বছর বিশেষ আরও কিছু ঐচ্ছিক কোর্সের আয়োজন করা হবে। যার মধ্যে রয়েছে :-
- নুরানী মু’আল্লিম ট্রেনিং
- ইংরেজি বেসিক স্পোকেন
- ভুমি জরিপ ও আমীনশিপ
- সুন্দর হাতের লেখা
- ক্যালিগ্রাফি কোর্স
- বেসিক কম্পিউটার কোর্স
কোর্সগুলো অনুষ্ঠিত হবে কওমী ইয়ুথ ক্লাব-এর আন্ডারে। বাড়তি স্কিল অর্জনের উদ্দেশে মারকায শিক্ষার্থীরা এই কোর্সগুলোতে ফ্রিতেই অংশ নিতে পারবে ইনশাআল্লাহ। শর্তপ্রযোজ্য।
ভর্তির নিয়মাবলী :–
◈ প্রথমে নিয়মাবলী ও কানুন পড়ার পর ভর্তি ফরম পূরণ করবেন এবং নাযিম সাহেবের মেসেঞ্জারে (https://m.me/said.al.hasan) মেসেজ করে জানাবেন যে ইফতা ফরম পূরণ করেছেন। হুজুর আপনাকে মেসেঞ্জারে ভিডিও কল করে ভর্তি পরীক্ষা নেবেন। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলে ভর্তির জন্য নির্বাচিত হবেন। আপনাকে সংক্ষিপ্ত কানুন ও নিয়ম শোনানো হবে। এরপর ভর্তি ফি পাঠিয়ে দিলেই দাখেলা সম্পন্ন হবে।
ইফতা ভর্তি ফর্ম ২০২৫-২৬
https://forms.gle/aFcXqd6RMKuSM2rJ8
ভর্তি শুরু—-
১ রমজান থেকে কোটা পূরণ সাপেক্ষে ভর্তি কার্যক্রম চলবে।
ক্লাস শুরু—-
২৩ শাওয়াল ২০২৫
খরচের বিবরণ :–
☞ ভর্তি ফরম : ফ্রি।
☞ ভর্তি ফি : ২৫০০ /-
☞ মাসিক ফি (বেতন ও অনলাইন ব্যবস্থাপনা) : ২০০০/-
বিশেষ ডিস্কাউন্ট —
ডিস্কাউন্ট ১ — ২৫ রমযানের মধ্যে ভর্তি হলে প্রথম ১০ জনের জন্যে বিশেষ ডিসকাউন্ট :- ভর্তি ফি ২৫০০/- ২০০০/-
ডিস্কাউন্ট ২ — ইফতা পড়ার ইচ্ছে রাখে এমন কাউকে মারকাযে রেফার করলে এবং যাকে রেফার করা হয়েছে তিনি মারকাযে ভর্তি হলে উভয়জনের জন্য ৫০০ টাকা করে ভর্তি ফি ডিস্কাউন্ট।
ডিস্কাউন্ট ৩ : তিনজন একত্রে ভর্তি হলে একজনের ভর্তি সম্পূর্ণ ফ্রি!
বি. দ্র. মেধাবী কিন্তু অসচ্ছল হওয়ার কারণে পূর্ণ বেতন দিতে না পারলে মারকায বরাবর আবেদন করা যাবে। তাহলে মারকাযের ইমদাদী (যাকাত ফিতরা ইত্যাদি) ফান্ড থেকে তাঁর ঘাটতি পূরণে সহায়তা করা হবে ইনশাআল্লাহ।
এমদাদি আবেদন করতে ফরমটি পূরণ করে জমা দিন https://forms.gle/QBYnBUrEAKaysjDX7
ক্লাস সম্পর্কে জরুরী জ্ঞাতব্য
- প্রতি সপ্তাহে দারস ৬ দিন। রেগুলার ৫ দিন। আর শুধু সোমবার দিনের বেলা দারসুল ইকতিসাদিল ইসলামি (মাসে ২/৪ দিন) এবং রাতে সুওয়াল জাওয়াবের বিশেষ অনুষ্ঠানভিত্তিক দারস। শুধু শুক্রবার ক্লাস বন্ধ।
- প্রতিটি দারস আধা ঘণ্টা করে। প্রত্যহ মোট ৪টি দারস অনুষ্ঠিত হবে।
- দারস প্রত্যহ ২ শিফটে অনুষ্ঠিত হবে।
১ম শিফট = দুপুর ২/২.৩০ থেকে ৪/৪.৩০ পর্যন্ত ২ঘণ্টা।
২য় শিফট = রাত ৯ টা থেকে ১১ টা ২ ঘণ্টা।
সিজনজনিত কারণে সময় কিছুটা এদিক সেদিক হতে পারে। বাকি সময়টা যার যার সুবিধামতো কিতাব মুতালা‘আ ও তামরীন করবেন।
- সপ্তাহে ২ দিন রাতের বেলা বাড়তি আধা ঘণ্টা সিরাজি ফিল মিরাসের দারস অনুষ্ঠিত হবে।
- দারসের পুরো সময়টা সকলের জন্যে দারসে উপস্থিত থাকা আবশ্যক।
- প্রতিদিনের সবক প্রতিদিন ইয়াদ করা আবশ্যক। আসাতিযায়ে কিরাম নিয়মিত সবক শুনে থাকেন।
- প্রতিদিন হাজিরা হবে। হাজিরায় উপস্থিতির উপর পুরস্কার থাকবে। পাশাপাশি উপস্থিতির উপর ভিত্তি করে পরীক্ষায় এক্সট্রা নাম্বার প্রদান করা হবে। হাজিরা পেতে হলে ১২০ মিনিটের মধ্যে সর্বনিম্ন ৮০ মিনিট দারসে উপস্থিত থাকতে হবে।
- দারসে উপস্থিতির উপর ভিত্তি করে পয়েন্টভিত্তিক স্কোর প্রদান করা হবে। গড়ে ১০০+ স্কোরকারী সকলকে বছরের শেষে পুরষ্কার প্রদান করা হবে।
- দারসি কিতাবাদীর মতন হার্ড কপি কিনে ফেলতে হবে। আমাদের কাছে কিতাব অর্ডার করলে বাংলাদেশের যেকোনো প্রান্তে কিতাব কুরিয়ার করা হয়।
তাছাড়া মারকাযের ওয়েবসাইটে (durus.us) সকল কিতাবের পিডিএফ রয়েছে। তবে আমরা পিডিএফ পড়তে উদ্বুদ্ধ বা উৎসাহিত করি না।
- অনলাইন দারসের জন্য উপযুক্ত ডিভাইস (এন্ড্রয়েড মোবাইল বা পিসি/ল্যাপটপ) ও কমপক্ষে ২ এমবিপিএস নেট কানেকশন থাকা আবশ্যক।
- প্রত্যেক শিক্ষার্থীকে মেসেঞ্জার এবং ওয়াটস্আপ দুটোতে অবশ্যই একটিভ থাকতে হবে। একাউন্ট না থাকলে ১ বছরের জন্য খুলে নিতে হবে। কারণ, সমস্ত যোগাযোগ ফেসবুক – মেসেঞ্জার ও ওয়াটস্আপে হয়ে থাকে।
- ভর্তি কমপ্লিট হলে ইফতা বিভাগের বিশেষ সিক্রেট মেসেঞ্জার গ্রুপে এড করা হবে। দারস সংক্রান্ত যাবতীয় আপডেট সারা বছর সেখানেই পাওয়া যাবে। মেসেঞ্জার বন্ধ থাকলে দরকারি আপডেট মিস করবেন।
- প্রতিদিনের দারস ইউটিউবে লাইভ হবে। সারা বছরের সমস্ত দারসের ভিডিও লিস্ট আকারে সাজানো থাকবে। পড়া বুঝে না আসলে ভিডিও দেখে আয়ত্ত করা যাবে।
- ক্লাস অনুষ্ঠিত হবে Zoom অ্যাপের মাধ্যমে। গুগল প্লেস্টোর থেকে Zoom Workplace নামের অ্যাপটি ইন্সটল করে রেখে দেবেন।
- একটি ভালোমানের মোবাইল স্ট্যান্ড ও উন্নত মানের ব্রান্ডেড হেডফোন থাকা উত্তম।
- সারা বছর মিনিমাম ৫০টি তামরীনুল ইফতা বা ফাতাওয়া অনুশীলন আবশ্যক। অতএব বছরের শুরু থেকেই তামরীনে মনোযোগী হতে হবে। আর এর জন্য দারসের কিতাবাদি ছাড়াও ফাতাওয়ার নির্ধারিত কিতাবসমূহ মুতালা‘আ করতে হবে।
মারকাযের সকল কানুন জানতে এই লিংকে ক্লিক করুন durus.us/rules
মারকাযুদ দুরূসের আসাতিযায়ে কিরাম :
- মুফতী আবুল হাসান শামসাবাদী
- মুফতী সাঈদ আল হাসান
- মুফতী আব্দুর রহমান ফাইয়াজ
- মুফতী উবাইদুর রহমান হাম্মাদ
- মুফতী আমীনুর রশীদ মামনূন
- মুফতী লুকমান আল হাকীম
- মুফতী সাখাওয়াতুল্লাহ খান
- মুফতি আরিফ জাব্বার কাসেমী (সাবেক)
- মুফতী কামরুল হাসান কাসেমী (সাবেক)
- মুফতী ইউসুফ হোসাইন (ইলমে দ্বীন কোর্স)
আসাতিযায়ে কিরামের বিস্তারিত পরিচিতি https://durus.us/teachers/
ইফতা বিভাগের দারসী কিতাবসমূহ :
=================================
১ আল-আশবাহ ওয়ান নাযায়ির
২ দুররুল মুখতার
৩ শরহু উকূদি রসমিল মুফতী
৪ ক্বাওয়া‘য়িদুল ফিক্ব্হ
৫ নুসূসে শারইয়্যাহ (বিষয়ভিত্তিক আয়াত ও হাদীস মুখস্তকরণ)
৬ মাজাল্লাতুল আহকামিল আদলিয়্যাহ
৭ উসূলুল ইফতা ওয়া আদাবুহু
৮ আস-সিরাজী ফিল মীরাছ
৯ বুহুস ফী কাযায়া ফিক্বহিয়্যাহ মুয়াসারা
১০ ইকতিসাদুল ইসলামী (ইসলামী অর্থনীতি)
১১ ফিকহী মুহাযারাহ বা আবহাসে ফিকহিয়্যাহ (বিষয়ভিত্তিক বিস্তারিত পর্যালোচনা)
১২ তামরীনুল ইফতা বা ফাতাওয়া অনুশীলনী।
১৩ বাংলা ভাষা ও বানানরীতি
ঐচ্ছিক কোর্সসমূহ (QYC)
নুরানী মু’আল্লিম ট্রেনিং
ইংরেজি বেসিক স্পোকেন
ভুমি জরিপ ও আমীনশিপ
সুন্দর হাতের লেখা
ক্যালিগ্রাফি কোর্স
বেসিক কম্পিউটার কোর্স
এ ছাড়াও মুতালাআ ও তামরীনের জন্যে আমাদের বিশেষায়িত অনলাইন লাইব্রেরী রয়েছে।
সার্বিক যোগাযোগ
—————————————
জামি‘আ মারকাযুদ দুরূস আল-ইসলামিয়া
الجامعة مركز الدروس الاسلامية
৭৮/৫-এ, মিয়াজান লেন, মানিকনগর, থানা: মুগদা, ঢাকা ১২০৩।
☎ 01710-709598, 01715-039399
মারকাযের ওয়েবসাইট – https://durus.us
ওয়াটস্অ্যাপ : https://wa.me/+8801301401036
মুহতামিম – facebook.com/mahasan.shamsabadi
নায়িব ও শিক্ষাসচিব www.facebook.com/said.al.hasan
মারকাজের ফেসবুক পেজ – https://www.facebook.com/Markazud.Durus
মারকাযের ইউটিউব চ্যানেল : https://www.youtube.com/@Durusbd
মারকাযের টেলিগ্রাম চ্যানেল https://t.me/durusbd
মারকাজের ফেসবুক গ্রুপ – https://www.facebook.com/groups/markajud.durus
মাসিক আদর্শ নারী ফেসবুক পেজ https://www.facebook.com/Adarsha.Nari/
মাসিক আদর্শ নারী অফিসিয়াল গ্রুপ https://www.facebook.com/groups/Adarsha.Nari/
——————————————
ইফতা ভর্তি ফর্ম ২০২৫-২৬
https://forms.gle/aFcXqd6RMKuSM2rJ8