প্রকাশিত হয়েছে মাসিক আদর্শ নারীর নভেম্বর ২০২১ সংখ্যা

আলহামদুলিল্লাহ। লকডাউনের পর প্রকাশিত হল নতুন সংখ্যা।
মাসিক আদর্শ নারীর চলতি সংখ্যায় যা রয়েছে-
—————————————————

✦ আল্লাহর মনোনীত ধর্ম–শুধুমাত্র ইসলাম
✦ নারীদের চেহারা ঢেকে পর্দা করা অপরিহার্য
✦ সুখময় দাম্পত্য জীবনের গাইডলাইন
✦ মহামারী-রোগ-বালাই : কেন আসে–কী করণীয়
✦ ওজন-পরিমাপ পূর্ণ করার গুরুত্ব ও মাহাত্ম্য
✦ পদ যেন পরকালে বিপদের কারণ না হয়
✦মাজার-ওরশ ও কবর যিয়ারত সম্পর্কে আহকাম
✦ ইসলাহে নফস বা আত্মশুদ্ধির গুরুত্ব
✦ হাঁচি দেয়া ও হাই তোলার তাৎপর্য
✦ যেভাবে ইসলামে দীক্ষিত হলেন ডা. কোতাকি
✦ গ্যাস্ট্রিকের সমস্যায় পথ্যব্যবস্থা ও লিভারের যত্ন

আরো রয়েছে–
☑ জীবন প্রবাহ ☐ সুখস্বপ্নের ভুল ঠিকানা
☑ ধারাবাহিক উপন্যাস ☐ নূরুদ্দীন জঙ্গীর অনুসৃত পথে
☑ ইতিহাসের পাতা ☐ সাহাবীগণের (রা.) যুগে মহামারির প্রাদুর্ভাব
☑ শিক্ষণীয় ঘটনা ☐ সুলাইমান (আ.)-এর অতুলনীয় সাম্রাজ্য
.
এ ছাড়াও রয়েছে —
☘ কবিতা তরঙ্গ
☘ দেশের সংবাদ
☘ আন্তর্জাতিক খবর
☘ মুক্তমঞ্চ
☘ প্রশ্নোত্তর পর্ব : সুওয়াল-জাওয়াব
.
বিশেষ আয়োজনে রয়েছে :
✱ ছোটদের পাতা–সবুজ কুঁড়ি।
.
==========================
আপনার নিকটস্থ পত্রিকার হকারদের নিকট অথবা পত্রিকার স্টলে পেতে পারেন। প্রতি কপির হাদিয়া ২০ টাকা মাত্র।

প্রতি মাসে ১ কপি করে রেজি. ডাকে পোস্ট অফিসের মাধ্যমে পাওয়ার জন্য সরাসরি গ্রাহক হতে পারেন।

প্রতি মাসে ১ কপি করে এক বছরের রেজি. ডাকের ফি ৩২৫ টাকা বিকাশে (01791-997733 পারসোনাল নম্বরে) পাঠালে, এরপর “গ্রাহক হবে” লিখে পূর্ণ ঠিকানা উক্ত নাম্বারে মেসেজ করে দিলে গ্রাহক হয়ে যাবেন এবং পোস্ট অফিসের মাধ্যমে আপনার প্রদত্ত ঠিকানায় প্রতি মাসে ১ কপি করে ১ বছর (১২ সংখ্যা) পত্রিকা পাঠানো হবে।

আর ৫/১০ বা এর বেশি কপি নিতে চাইলে এজেন্ট হতে হবে।
এজেন্টগণের নিকট পাইকারী রেটে (অর্থাৎ ৪০ কপির নীচে ২০% কমিশন আর ৪০ কপি থেকে ২৫% কমিশন এবং ১০০ কপি থেকে ৩০% কমিশনে দেয়া হয়। এ ছাড়াও ২০ কপি ও তার উর্দ্ধে ১ কপি সৌজন্য দেয়া হয়।

এজেন্ট হওয়ার জন্য কপি সংখ্যা জানাতে হবে এবং ঠিকানা দিতে হবে। আর প্রথমবার জামানত হিসেবে ২০ টাকা পাঠাতে হবে। এ জন্য মাসিক আদর্শ নারীর পারসোনাল বিকাশ 01791-997733 নম্বরে ২০ টাকা সেন্ড মানি করে ঠিকানা এসএমএস করবেন। সাথে কপি সংখ্যা জানিয়ে “এজেন্ট হবো” উল্লেখ করতে হবে।
এজেন্ট হলে পত্রিকার মূল্য অগ্রিম পাঠাতে হবে না। বরং পোস্ট অফিসের মাধ্যমে ভিপিতে পত্রিকা পাঠানো হবে। পত্রিকা হাতে পেয়ে পোস্ট অফিসে টাকা পরিশোধ করতে হবে।
—————————————–
.
বি. দ্র. শুধুমাত্র চলতি সংখ্যা ১ কপি নিতে চাইলে পোস্ট অফিসের মাধ্যমে রেজি. ডাকে ১ কপি পাঠানো যাবে। সে জন্য রেজি. ডাক খরচসহ ২৮ টাকা মাসিক আদর্শ নারীর পারসোনাল বিকাশ 01791-997733 নাম্বারে সেন্ডমানি করুন। অতঃপর পত্রিকা পাঠানোর জন্য নাম ও পূর্ণ ঠিকানা (সাং-পো.-থানা-জেলা) ও মোবাইল নম্বর লিখে এবং “চলতি সংখ্যা ১ কপি চাই” উল্লেখ করে উক্ত নম্বরে মেসেজ করে পাঠাতে হবে।

মাসিক আদর্শ নারী পড়ুন,
আত্মীয়-স্বজনকে উপহার দিন।
.
=================================
.
এখন ঢাকা শহরে এবং সারা দেশে সংবাদপত্র স্টলে
ও হকারদের নিকট পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ।

.

লাইক দিন মাসিক আদর্শ নারীর পেইজে https://www.facebook.com/Adarsha.Nari/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *