• সুওয়াল :
জনাব, যাদি কোরবানির গোস্ত নিজে এবং আত্বীয়দের মাঝেই বন্টন কিরা হয়,তাহলে কি কুরবানী হবে.?
আমাদের মসজীদের ইমাম জুমার বয়ানে বললেন সামান্য পরিমান ও গোস্ত যদি মিসকিন না পায় তাহলে কুরবানী হবে না।
উনার কথাটি কি সঠিক?
✍ জাওয়াব;
কুরবানীর গোস্ত নিজের জন্য পুরোটা রাখাও জায়েজ। পুরোটা আত্মীয়দের দিয়ে দেয়াও জায়েজ। পুরোটা গরীবদের দান করাও জায়েজ।
আবার কিছু নিজের জন্য, কিছু গরীবের জন্য ও কিছু আত্মীয়দের জন্য দেয়াও জায়েজ।
তবে মুস্তাহাব হল, তিন ভাগের এক ভাগ নিজের জন্য, এক ভাগ আত্মীয়দের জন্য এবং এক ভাগ গরীবদের দান করা।
কিন্তু গরীবদের বিলকুল দান না করলে কুরবানীই হবে না বলা সঠিক নয়। ভুল কথা।
তবে ঈদের আনন্দ ভাগ করতে গরীবদের দান করা থেকে বিরত থাকা উচিত নয়।
وَالْأَفْضَلُ أَنْ يَتَصَدَّقَ بِالثُّلُثِ وَيَتَّخِذَ الثُّلُثَ ضِيَافَةً لِأَقْرِبَائِهِ وَأَصْدِقَائِهِ وَيَدَّخِرَ الثُّلُثَ؛ وَيُسْتَحَبُّ أَنْ يَأْكُلَ مِنْهَا، وَلَوْ حَبَسَ الْكُلَّ لِنَفْسِهِ جَازَ لِأَنَّ الْقُرْبَةَ فِي الْإِرَاقَةِ وَالتَّصَدُّقِ بِاللَّحْمِ تَطَوُّعٌ (رد المحتار، كتاب الاضحية-9/474، زكريا، بدائع الصنائع-4/224، زكريا، الفتاوى السراجية-389
ফতওয়া প্রদান;
মুফতি লুৎফুর রহমান ফরায়েজী