যৌথ পরিবারে পিতা সন্তান উভয়ে চাকুরীজীবী হলে কুরবানী কার উপর আবশ্যক?


• সুওয়াল :


 

হুজুর আসলামু আলাইকুম
আমি একজন মধ্যবিত্ত পরিবার আমি একটি চাকুরী করে বেতন পাই আমার বাবাও চাকুরী করে বেতন পায় এবং আমরা একই অন্নে খাই। একই বাড়িতেই থাকি এখন কুরবানী কার উপর ওয়াজিব?

 

 


✍ জাওয়াব;


 

যেহেতু আপনার বাপ বেটা উভয়ে চাকুরীজীবী। যদি আলাদাভাবে আপনারা নিসাব পরিমাণ টাকা পয়সার মালিক হোন, তাহলে উভয়ের উপর কুরবানী করা আবশ্যক।

তবে যদি কামাই উভয়জনে করলেও টাকার মালিকানা পিতা বা সন্তানের কাছে থাকে, অপরজন প্রয়োজন অতিরিক্ত নিসাব পরিমাণ টাকা পয়সার মালিক না হয়,তাহলে শুধু একজনের উপর ওয়াজিব হবে।

فتجب التضحية على حر مسلم مقيم موسر (تنوير الأبصار مع الدر-9/452-453)

الأب وابنه يكتسبان فى صنعة واحدة ولم يكن لهما شيئ فالكسب كله للأب إن كان الإبن فى عياله لكونه معينا له (رد المحتار، كتاب الشركة، مطلب اعتمعا فى دار واحدة واكتسبا-6/502، هندية-2/329)

والله اعلم بالصواب

 

 

 


ফতওয়া প্রদান;
মুফতি লুৎফুর রহমান ফরায়েজী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *