প্রশ্ন : রেডিও-টেলিভিশনে যে আযান শোনা যায় তার জবাব দিতে হবে কি?
উত্তর : হাদীস শরীফে আযানের উত্তর দেওয়ার যে নির্দেশ এসেছে তা সরাসরি মুআযযিন থেকে শোনা আযানের ব্যাপারে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা মুআযযিনকে বলতে শুনবে তখন তোমরাও তার অনুরূপ বল। (সহীহ মুসলিম,হাদীস ৩৮৪)
তাই রেকর্ডকৃত আযান প্রচারিত হলে তার জবাব দেওয়া সুন্নত বলে বিবেচিত হবে না।
[ফতওয়া বিভাগ, মারকাযুদ দাওয়া আলইসলামিয়া ঢাকা থেকে]