বয়স্ক ইলমে দ্বীন নৈশ কোর্সে ভর্তি চলছে (অনলাইনে ১ বছর মেয়াদী)

কর্মব্যস্ত বয়স্ক জেনারেল শিক্ষিতদের জন্য অনলাইনে নৈশকালীন ক্লাসের মাধ্যমে ১ বছরে জরুরী ইলমে দ্বীন শিক্ষার সুবর্ণ সুযোগ

মাসিক আদর্শ নারী সম্পাদক মুফতী আবুল হাসান শামসাবাদী (দা. বা.) কর্তৃক পরিচালিত

জামি‘আ মারকাযুদ দুরূস আল-ইসলামিয়া–ঢাকা -এর আয়োজনে 

১ বছর মেয়াদী অনলাইনে বয়স্ক ইলমে দ্বীন নাইট শিক্ষা কোর্স

বিগত ২ বর্ষে অনলাইন বয়স্ক ইলমে দ্বীন শিক্ষা নাইট কোর্স বিভাগের সাফল্যের পর জামি‘আ মারকাযুদ দুরূস আল-ইসলামিয়া এ বছর নতুনভাবে ১ বছর মেয়াদী অনলাইন নাইট  বয়স্ক ইলমে দ্বীন শিক্ষা কোর্স-এ ভর্তি কার্যক্রম শুরু করেছে আল-হামদুলিল্লাহ। আসন্ন নতুন শিক্ষাবর্ষে ১ বছর মেয়াদী অনলাইন বয়স্ক ইলমে দ্বীন শিক্ষা নাইট কোর্স বিভাগে ভর্তি হয়ে এ সুবর্ণ সুযোগ গ্রহণ করুন।

কোর্সের বৈশিষ্ট্য

  • সর্বস্তরের ব্যবসায়ী, চাকুরীজীবি বা অন্যান্য কর্মব্যস্ত বয়স্ক পুরুষদের জন্য অনলাইনে রাত্রিকালিন নাইট মাদরাসায় ১ বছরে জরুরিয়্যাতে দ্বীন শিক্ষার ব্যবস্থা।
  • এ কোর্সের মাধ্যমে পবিত্র কুরআন সহীহভাবে তিলাওয়াত ও তাজবীদ শিক্ষা সহ কুরআন মাজীদ ও হাদীসের অর্থ বুঝার জন্য আরবী সাহিত্য, আরবী ব্যাকরণ ইলম সরফ, ইলমে নাহব প্রভৃতি এবং শরীয়তের মাসায়িল ও আহকামের বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান অর্জনের ইলমে ফিকহ শিক্ষা দেয়া হবে।
  • ১ বছর এ কোর্স কম্পিলিট করার মাধ্যমে মীযান ও নাহবেমীর জামা‘আত পর্যন্ত পড়া সম্পন্ন হবে ইনশাআল্লাহ। এরপর ইচ্ছা করলে পূর্ণাঙ্গ ইলমে দ্বীন শিক্ষা করে আলেম হওয়া জন্য কুদূরী জামা‘আতে ভর্তি হওয়া যাবে।
  • অনলাইন ক্লাস হলেও অফলাইনের মতো গুরুত্বের সাথে জুম অ্যাপসের মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্লাস পদ্ধতিতে শিক্ষা দেয়া হয়। ক্লাসের পড়া ক্লাসেই শিখিয়ে দেয়ার ব্যবস্থা করা হয়। পড়ার সাথে লেখার অনুশীলন করা হয়।
  • সেমিস্টার পদ্ধতিতে ১ বছরে তিন সেমিস্টারের মাধ্যমে ক্লাস ও পরীক্ষা সম্পন্ন করা হয়। 

বয়স্ক ইলমে দ্বীন নাইট কোর্সে ভর্তির যোগ্যতা :–

➠ জেনারেল লাইনে মাস্টার্স, এইচএসসি বা এসএসসি উত্তীর্ণগণের জন্যই এ দারস-ব্যবস্থা । সেরূপ না হলে অন্ততঃ ৮ম বা ৬ষ্ঠ শ্রেণী পাশ হলে কিংবা বাংলায় ভালভাবে পড়তে-লিখতে সক্ষম হলে ভর্তি হতে পারবেন। মেধাবীগণ অগ্রাধিকার পাবেন। 

ভর্তির নিয়মাবলী :–

◈ অনলাইনে ভর্তি ফরম পূরণ করে সাবমিট করলে আপনাকে মারকাজের বয়স্ক ইলমে দ্বীন শিক্ষা গ্রুপে এড করা হবে। এরপর সংক্ষিপ্ত সাক্ষাৎকার নেয়ার জন্য মেসেঞ্জারে কল করা হবে। ভর্তির জন্য নির্বাচিত হবার পর ভর্তি ফি পরিশোধ করলেই কাজ শেষ।

বয়স্ক নাইট কোর্সে ভর্তি হতে নিচের গুগল ফর্ম পূরণ করুন– 

https://forms.gle/VdRC5ixXKpdsbQtb9

ভর্তি শুরু—- ৩ মে ২০২১ থেকে ৩০ মে ২০২১ পর্যন্ত কোটা পূরণ সাপেক্ষে ভর্তি কার্যক্রম চলবে।

ক্লাস শুরু—- (সম্ভাব্য) ১৪ মে শনিবার ২০২২ ইং মোতাবেক ১২ শাওয়াল ১৪৪৩ হি.।

 

ফি’র বিবরণ :–

☞ ভর্তি ফরম : ফ্রি।

☞ ভর্তি ফি : ৩০০০ /=।

☞ মাসিক ফি (বেতন ও অনলাইন ব্যবস্থাপনা) : ২০০০/=। 

বিশেষ অফার — ২৯ রমযানের মধ্যে ভর্তি হলে নির্দিষ্ট কোটায় নিম্নোক্ত হারে বিশেষ ডিসকাউন্ট দেয়া হবে :-

ভর্তি ফি (৩০০০/- এর পরিবর্তে)  ২০০০/-  ও মাসিক প্রদেয় (২০০০/-এর পরিবর্তে)  ১৫০০/-।

বি. দ্র. যদি কেউ আর্থিক অসচ্ছলতার কারণে পুরো ফি প্রদানে অসামর্থ হন, তিনি ফি কিছুটা হ্রাসের জন্য আবেদন করলে ইমদাদী ফান্ড থেকে তাকে সে ব্যাপারে সহায়তা দেয়া হতে পারে। এ জন্য তাকে মারকাজ বরাবর আবেদন করতে হবে। আবেদন করতে এই ফেসবুক আইডিতে মেসেজে আবেদন পাঠাবেন facebook.com/said.al.hasan

ক্লাস সম্পর্কে জরুরী জ্ঞাতব্য 

  • অফলাইনের মতো করে প্রতি সপ্তাহে ৫ দিন পিরিয়ডভিত্তিক নিয়মিত ক্লাস হবে। সোমবার ও শুক্রবার ছুটি।
  • প্রতিদিন প্রতিক্লাস আধা ঘণ্টা করে ২ঘন্টায় ৪টি ক্লাস অনুষ্ঠিত হবে। 
  • ক্লাস প্রতিদিন রাত ৮-৩০টা থেকে ১০-৩০টা পর্যন্ত ২ ঘণ্টা অনুষ্ঠিত হবে। তবে শিক্ষার্থীদের সুবিধার্থে সময়ে পরিবর্তন হতে পারে।
  • সম্পূর্ণ ক্লাসে উপস্থিত থাকতে হবে। বছরের শেষ পর্যন্ত প্রতিটি ক্লাসে উপস্থিত থাকা বাধ্যতামূলক।
  • ক্লাসের পুরো সময়টা সার্বক্ষণিক ভিডিও অন রেখে ক্লাস করা আবশ্যক। যাতে সবাইকে দেখা যায় এবং পর্যবেক্ষণ করা যায়।
  • প্রতিদিন প্রতি ক্লাসে নিয়মিত হাজিরা হবে। ক্লাসে উপস্থিতির উপর ভিত্তি করে পরীক্ষায় এক্সট্রা নাম্বার যোগ হবে।
  • দাখেলাপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী ফেসবুক-মেসেঞ্জারে এ কোর্সের গ্রুপে একটিভ থাকবেন। ফেসবুক-মেসেঞ্জারের উক্ত গ্রুপে একটিভ থাকার বিষয় না বুঝলে কারো থেকে শিখে নিতে হবে।
  • যেহেতু অনলাইনে ভিডিও-ভিত্তিক দারস হবে, তাই এর জন্য উপযুক্ত ডিভাইস (এন্ড্রয়েড মোবাইল ফোন অথবা পিসি/ল্যাপটপ) এবং ইন্টারনেট কানেকশন (কমপক্ষে ২ এমবিপিএস নেট কানেকশন) থাকতে হবে।
  • ভর্তি কমপ্লিট হলে ইলমে দ্বীন নাইট কোর্স বিভাগের বিশেষ সিক্রেট গ্রুপে এড করা হবে। প্রতিদিন ক্লাসের লিঙ্ক ওই গ্রুপে দেয়া হবে। প্রতিদিনের ক্লাস উক্ত সিক্রেট গ্রুপে লাইভ হবে। 
  • প্রতিদিনের ক্লাস ফেসবুকে লাইভ হবার পাশাপাশি ইউটিউবেও আপলোড করা হবে। পড়া বুঝে না আসলে ভিডিও দেখে আয়ত্ত করা যাবে। তেমনি আসাতিজায়ে কিরাম থেকেও মেসেঞ্জারে ‍বুঝে নেয়া যাবে।
  • ক্লাস অনুষ্ঠিত হবে জুম সফটওয়্যারের মাধ্যমে। গুগল প্লে-স্টোর থেকে Zoom cloud meeting নামের অ্যাপটি ইনস্টল করে একাউন্ট খুলে রাখতে হবে । জুম সম্পর্কে বিস্তারিত জানতে এই টিউটোরিয়ালটি দেখে নিন https://www.youtube.com/watch?v=FPFdMSE9EVU 

জুম ইন্সটল লিঙ্ক 

পিসি https://zoom.us/client/latest/ZoomInstaller.exe

জুম মোবাইল https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings

ইন্সটল শেষ হলে একটি একাউন্ট করে রাখুন।

  • ক্লাসে যুক্ত হওয়ার ক্ষেত্রে একটি মোবাইল স্ট্যান্ড ও ভালো মানের হেডফোন হলে সুবিধা হবে।
  • প্রতিদিনের পড়া প্রতিদিন ইয়াদ করা আবশ্যক। আসাতিজায়ে কিরাম ক্লাসে নিয়মিত সবক শুনে থাকেন। 

 

জামি‘আ মারকাযুদ দুরূসের আসাতিযায়ে কিরাম :

  • মুফতী আবুল হাসান শামসাবাদী
  • মুফতী সাঈদ আল হাসান
  • মুফতী উবাইদুর রহমান হাম্মাদ
  • মুফতী আব্দুর রহমান ফাইয়াজ
  • মুফতী ইউসুফ হোসাইন 

 

১ বছর মেয়াদী ইলমে দ্বীন নাইট কোর্স বিভাগের সিলেবাস : 

=================================

(১) নূরানী পদ্ধতিতে কুরআনুল কারীম ও তাজবীদ শিক্ষা। সেই সাথে প্রয়োজনীয় ৪০ হাদীস, নূরানী মাসায়িল ও আদইয়ায়ে মাসনূনাহ প্রভৃতি।

(২) উর্দু কায়েদা, উর্দু পহেলী ও উর্দু দোসরী। 

(৩) নূরানী পদ্ধতিতে ইলমে সরফ ও ইলমে নাহব

(৪) মীযানুস সরফ ও মুনশাইব

(৫) নাহবেমীর

(৬) শরহে মিআতে আমেল

(৭) এসো আরবি শিখি

(৮) বাকুরাতুল আদব

(৯) তালীমুল ইসলাম 

(১০) বেহেশতী যেওর

(১১) মালাবুদ্দা মিনহু

(১২) সীরাতে খাতামুল আম্বিয়া 

(১৩) তারিখুল ইসলাম

  • প্রয়োজনবোধে সিলেবাসে সংযোজন অথবা বিয়োজন হতে পারে। 

 

সার্বিক যোগাযোগ 

—————————————

জামি‘আ মারকাযুদ দুরূস আল-ইসলামিয়া

الجامعة مركز الدروس الاسلامية

৭৮/৫-এ, মিয়াজান লেন, মানিকনগর, ঢাকা।

☎ 01715-039399,  01710-709598

কোর্স অরডিনেটর www.facebook.com/said.al.hasan

মারকাজের ফেসবুক পেজ – https://www.facebook.com/Markazud.Durus/

মারকাজের ফেসবুক গ্রুপ – https://www.facebook.com/groups/markajud.durus 

মাসিক আদর্শ নারী ফেসবুক পেজ https://www.facebook.com/Adarsha.Nari/

মাসিক আদর্শ নারী অফিসিয়াল গ্রুপ https://www.facebook.com/groups/Adarsha.Nari/

 

 

2 thoughts on “বয়স্ক ইলমে দ্বীন নৈশ কোর্সে ভর্তি চলছে (অনলাইনে ১ বছর মেয়াদী)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *