আল-আযহার বিশ্ববিদ্যালয় থেকে এমফিল সমাপ্ত করলেন কওমীর আরেক সন্তান

আবুহানিফ সাদী আযহারী

আল-আযহার বিশ্ববিদ্যালয় থেকে মুমতাজ (এক্সিলেন্ট) রেজাল্ট অর্জনের মাধ্যমে এমফিল গবেষণা সমাপ্ত করলেন কওমীর আরেক রত্ন শোয়াইব হোসেন৷

কওমি সন্তান শোয়াইব হোসেন আল আযহার বিশ্ববিদ্যালয়ের উসূলুদ্দিন ( ধর্মতত্ত্ব ) অনুষদের হাদিস বিভাগের অধীনে দীর্ঘ পাঁচ বছর অক্লান্ত পরিশ্রম করে এমফিল গবেষণা সম্পন্ন করেন৷

তার গবেষণার বিষয় ছিল ইমাম জালালুদ্দীনের সূয়ুতী (রহ.) লিখিত ‘কিতাবুদ-দুরারিল ফাখিরাহ ওয়াত-তাযাউউদ লিদ-দারিল আখিরাহ’ ( كتاب الدرة الفاخرة والتزود للدار الآخرة ) -এর উপর তাহক্বিক,দিরাসা ও তা’লিক্ব৷ আজ ২০-০৬-২০২০ ইং রোজ: শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত তার রিসালার মুনাকাশা (থিসিসের ডিসকাশন সেমিনার) অনুষ্ঠিত হয় এতে তিনি মুমতাজ (এক্সিলেন্ট গ্রেড) অর্জনের কৃতিত্ব অর্জন করেন৷ তিনি ইতিপূর্বে ২০০৪ইং সালে বাংলাদেশের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা থেকে ‘তাকমীল’ মাস্টার্স সম্পন্ন করেছেন৷

এরপর ২০০৫ ইং সালে জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া, যাত্রাবাড়ী, ঢাকা থেকে আরবী সাহিত্যের উপর উচ্চতর ডিগ্রি অর্জন করেন, এবং ২০০৬ ইং এক বছর দাওয়াত তাবলীগের কাজে সময় লাগান৷ একাডেমিক পড়াশোনার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করছেন৷

বর্তমানে তিনি মিশরস্থ বাংলাদেশী ছাত্রদের সংগঠন ‘বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশনের মিসর ’ (ইত্তেহাদ) এর সম্মানিত উপদেষ্টা৷ তিনি খুলনা জেলার পাইকগাছা উপজেলার মৌখালী গ্রামের সন্তান তার পিতার নাম আকরাম হোসাইন৷

আমরা তার সুস্থ ও সুন্দর জীবন ও দীর্ঘায়ু কামনা করি৷

আমরা আশাবাদী তিনি দেশ, জাতি ও মানবতার কল্যাণে অনন্য ভূমিকা রাখবেন৷ আল্লাহ পাক তাকেসহ আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুন৷আমিন৷

আবু হানিফ সাদীর টাইমলাইন থেকে ( ঈষৎ পরিমার্জিত )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *