হকপন্থী ওলামায়ে কেরামের বিশ্ব ইজতেমা -এর আর মাত্র ৩ দিন বাকি। আগামী বৃহস্পতিবার থেকে শনিবার এই তিন দিন হকপন্থী ওলামায়ে কেরামের ইজতেমার জন্য ধার্য করা হয়েছে। এরপর সাদপন্থিরা ইজতেমা করবেন। বিলম্বে তারিখ ঘোষিত হওয়ায় মেহনত বাড়িয়ে দিয়ে দ্রুত সব প্রস্তুতি শেষ করার চেষ্টা চলছে।
ইতিমধ্যে ইজতেমার ম্যাপ ও জেলা পর্যায়ে দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়েছে। যাতে করে বিভিন্ন জেলা থেকে জামাতবদ্ধ হয়ে আসতে ও ইজতেমার ময়দানে অবস্থান করতে কষ্ট না হয়।
সকলের সুবিধার্থে ম্যাপ ও জেলা পর্যায়ের দায়িত্বশীলদের নাম দিয়ে দেয়া হল। আমরা এই রিপোর্টটি দয়া করে সবার কাছে পৌঁছে দেই।