গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলায় প্রতিবেশী যুবকের লাথির আঘাতে ৭০ বছর বয়সী ওমর আলী ভূইয়া নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
আজ ১১ নভেম্বর রবিবার ভোরে গোপালগঞ্জ জেনারেল হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ওমর আলী টুঙ্গিপাড়া উপজেলার চর গওহরডাঙ্গা গ্রামের মৃত সাত্তার আলী ভূইয়ার ছেলে।
নিহতের প্রতিবেশী মাহবুব হোসেন জানান, শুক্রবার সন্ধ্যায় ওমর আলী প্রতিবেশী পান ব্যবসায়ী আলাউদ্দিন সিকদারকে মসজিদে গিয়ে নামাজের জন্য ডাক দেন। আলাউদ্দিন নামাজে যেতে রাজি না হয়ে ওই বৃদ্ধের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে আলাউদ্দিন ক্ষিপ্ত হয়ে তার অন্ডকোষে লাথি মারেন। এতে ওমর আলী আহত হন।
পরে ওমর আলীকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে শনিবার তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়।
গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাঈদুর রহমান খান বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলেই তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।