আত্মপ্রকাশ করেছে নবুওয়াতের আরেক মিথ্যা দাবীদার। চ্যানেল২৪-এর অনুসন্ধানী রিপোর্ট “সার্চলাইট” এ গতকাল প্রচারিত হয়েছে এমন ভয়ংকর তথ্য। শুধু নবুওয়াতের মিথ্যা দাবি নয়, নিজের ছেলেকে ঈসা আঃ দাবি করা এবং আকাশে এক খোদা জমিনে এক খোদা দাবি করা সহ ইসলামী আকিদা বিশ্বাসে মারাত্মকভাবে আঘাত হানে এমন অসংখ্য বিভ্রান্তি ছড়াচ্ছে ওই মিথ্যুক। তার নাম প্রফেসর আব্দুল মজিদ রাঢ়ী। বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়নের কুলসুমবাগ গ্রামে। সেখানে সে গড়ে তুলেছে ‘কালেমার দাওয়াত’ নামক একটি পল্লী। এ পল্লীতে পাঁচটি ভিন্ন ভিন্ন প্লটে ১০টি দোতালা ভবনে বর্তমানে প্রায় সাতশ’ নারী-পুরুষ সংগঠনের ‘সাথী’ পরিচয়ে বসবাস করছেন।
তার দলের নাম ‘কলেমার জামাত’। তার কথায় ভক্তদের নিজেদের বউ তালাক দিতে হয়। সে দাবি করে তার কাছে আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছাড়া সকলেই আসেন। সে তার ভক্তদের মাধ্যমে বিভিন্ন নবীদের কলব বা অন্তর আনয়নের কাজও নাকি করে থাকেন। (নাউযুবিল্লাহ)
এলাকার ধর্মপ্রাণ মুসলমানগণ মনে করেন, নবুওতের মিথ্যা দাবীদার ওই ভন্ডকে এখনি গ্রেফতার করে যথোচিত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা দরকার। কেননা, সে দিন দিন সাধারণ মানুষকে বিভ্রান্ত করে তাদের মূল্যবান ঈমান কেড়ে নিচ্ছে।
টিম সার্চলাইটের অনুসন্ধানে তার জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টিও বেরিয়ে আসে।