সুওয়াল
এক লোক আমার নিকট একটি মোবাইল বিক্রি করতে চাচ্ছে। কিন্তু আমি জানি, এটা সে চুরি করে এনেছে। তা জানা সত্ত্বেও আমার জন্য ওই মোবাইল ক্রয় করা বৈধ হবে কি? কোথাও কোথাও চোরাই মার্কেট থাকে, যেখানে চুরিকৃত পণ্য কম দামে পাওয়া যায়। এসব চুরিকৃত পণ্য কি জেনেশুনে কেনা যাবে?
জাওয়াব
জেনেশুনে চুরিকৃত পণ্য কেনা জায়েজ নয়। সুতরাং বিক্রেতা মোবাইলটি চুরি করে এনেছে একথা জানা থাকলে আপনার জন্য তা ক্রয় করা জায়েজ হবে না। হাদীস শরিফে আছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জেনেশুনে চুরিকৃত বস্তু ক্রয় করল সে-ও চুরির অপরাধে শরিক হয়ে গেল। –মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদীস ২২৪৯৫; আততারগিব ওয়াত তারহিব ২/৫৪৮
বিখ্যাত তাবেয়ি মুহাম্মাদ ইবনে সিরিন রহ. বলেন, আমি আবিদা আসসালমানি রহ.-কে জিজ্ঞাসা করলাম, আমি কি চুরিকৃত বস্তু কিনতে পারব, অথচ আমি জানি এটা চুরিকৃত? তিনি বললেন, না, তুমি তা কিনতে পারবে না। -(প্রাগুক্ত)-শরহুল মাজাল্লাহ ১/২৬২; ইতরুল হেদায়া পৃ. ৬০
ফতোয়া প্রদানে
ফতোয়া বিভাগ, মারকাযুদ দাওয়াহআল ইসলামিয়া ঢাকা।