অযোধ্যায় শহীদ বাবরি মসজিদের জমির ওপর হিন্দুদের রাম মন্দির স্থাপনের ঘোষণা দিয়েছে ভারতীয় সুপ্রিমকোর্ট। এ রায় মেনে নিয়ে সন্তোষ প্রকাশ করেছে দেশটির আজমির শরিফ দরগাহ।
ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বে ৫ সদস্যের বেঞ্চের রায়কে স্বাগত জানিয়ে মানুষকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহবান জানিয়েছেন দরগাহ দিওয়ান জয়নুল আবেদীন আলী খান।
তিনি বলেন, ‘বিচার বিভাগ সর্বোচ্চ এবং প্রত্যেকের এই সিদ্ধান্তকে সম্মান করা উচিত। এখন ঐক্যবদ্ধ থাকার সময় এসেছে। কারণ, সমগ্র বিশ্ব আজ ভারতের দিকে তাকিয়ে আছে।
দরগাহ দিওয়ান বলেন, আমরা রায়কে সম্মান করছি এবং গ্রহণ করছি। আমি দেশের জনগণকে সম্প্রীতি ও শান্তি বজায় রাখার আবেদন করছি। এখন আমাদের আত্ম ও জাতির উন্নয়নে মনোনিবেশ করা দরকার।
এদিকে রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সুন্নি ওয়াকফ বোর্ডের নেতা এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য জাফরিয়াব জিলানী অসন্তুষ্টি প্রকাশ করেন।
তিনি বলেন, এই রায়ের মধ্যে অনেক ‘স্ববিরোধিতা’ ও ‘তথ্যগত ভুল’ রয়েছে। তবে আমরা এখন নিজেদের মধ্যে আলোচনা করে স্থির করব আমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে। সবাই একমত হলে আমরা রিভিউ পিটিশন দাখিল করব।