হল্যান্ডে ইসলাম ধর্মের মহানবী হজরত মুহাম্মাদ সা.-কে নিয়ে কার্টুন প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনার নিন্দা অব্যাহত রয়েছে।
চলতি বছরের শেষের দিকে হল্যান্ডে হযরত মুহাম্মদ সা. এর ব্যঙ্গচিত্র প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে দেশটির বিরোধী-দলীয় এমপি গ্রিট উইল্ডারস ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ধরণের পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, হল্যান্ডে এ ধরণের প্রতিযোগিতা বিশ্বের কোটি কোটি মুসলমানকে মর্মাহত করবে। এ ধরনের পদক্ষেপ বিভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে হিংসা-বিদ্বেষ ও সহিংসতা উসকে দেওয়ার শামিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
আফগানিস্তান এ বিষয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে কার্যকরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।
এর আগে বুধবার পাকিস্তানের লাহোরে হাজার হাজার মানুষ হল্যান্ডের ইসলামবিরোধী দলের এ ধরনের পরিকল্পনার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করেছে। ওই বিক্ষোভ সমাবেশে ১০ হাজারের বেশি মানুষ অংশ নেয়।
এরইমধ্যে ইসলাম-বিরোধী কার্টুন প্রতিযোগিতার নিন্দা জানিয়ে পাকিস্তানের সংসদে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাবও পাস করা হয়েছে।