পরিবহন শ্রমিকদের অঘোষিত ‘বাস ধর্মঘট’ এর কারণে রাজধানী ঢাকার সঙ্গে সারাদেশের বাস যোগাযোগ বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে কোনও বাস আন্তজেলার উদ্দেশে ঢাকা ছেড়ে যায়নি। আবার কোনও বাস রাজধানীতে প্রবেশও করেনি। অঘোষিত এই ‘বাস ধর্মঘটে’ চরম দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা।
গাবতলী বাস টার্মিনালে বাস চলাচল বন্ধ রেখেছে শ্রমিকেরা।
এছাড়া সায়েদাবাদ ও মহাখালী থেকে এদিন সকালে কোনও বাস ছেড়ে যায়নি। আবার কোনো বাস এসব টার্মিনালে আসেনি।
প্রসঙ্গত, গত রোববার (২৯ জুলাই) রাজধানীর কুর্মিটোলার বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের বাসের চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন। নিহত শিক্ষার্থীরা হলো শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী দিয়া খানম মিম ও দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীব। এ ঘটনার প্রতিবাদে টানা চার দিন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।