কোরআন তেলাওয়াত সকল ঈমানদারের সব সময়ের আমল। তবে রমযান মাসে এর গুরুত্ব আরো বেশি। রমযান তো চলেই এসেছে, আর মাত্র ক’দিন বাকি। কিন্তু আমি-আপনি কি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারি? জানি না আমরা কতজন হ্যাঁ-বোধক উত্তর দিতে পারবো!
দেশে লক-ডাউন চলছে। সারাদিন বাসায় থাকছেন, সব কাজ শেষে দিনে এক ঘন্টা সময় বের করতে পারবেন এবং চাচ্ছেন এই সুযোগে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা শিখতে— তাহলে আপনার জন্য সুখবর!
মাসিক আদর্শ নারী ও মাদরাসা খাতুনে জান্নাত (রা.) যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে একটি অনলাইন কোরআন ও তাজবীদ শিক্ষা কোর্স। ক্লাস নেবেন মাসিক আদর্শ নারীর সম্পাদক মুফতী আবুল হাসান শামসাবাদী ও সহযোগী সম্পাদক মুফতি সাঈদ আল হাসান।
কোর্সটি কাদের জন্য?
- ন্যূনতম আরবি বর্ণগুলো চিনতে পারেন।
- হরকতযুক্ত কোরআন দেখে দেখে একটু একটু পড়তে জানলে ভালো হয়।
- ছোট ছোট দু’-চারটি সূরাহ মুখস্ত বলতে পারলে আরও ভালো।
আমি কি কোর্সটিতে অংশগ্রহণ করতে পারবো?
- কোর্সটি শুধুমাত্র পুরুষদের জন্য।
- আপনার বাসায় ভিডিও কলে কথা বলার মত ইন্টারনেট সংযোগ থাকতে হবে। কমপক্ষে তিন এমবিপিএস কানেকশন হলে ভাল হবে। পিসি থাকলে খুবই ভালো হবে। মোবাইল হলেও চলবে।
- কথা বলার জন্য হেডফোন থাকতে হবে। ভিডিওর জন্য বিল্ট-ইন ক্যামেরা বা ওয়েবক্যাম থাকলে সুবিধা হবে।
- অংশগ্রহণকারী বেশি হলে আমরা একটি পেইড ওয়েব অ্যাপ ব্যবহার করব, যার নাম ক্লভার। আর কম হলে Zoom অথবা Skype ব্যবহার করবো। আপনাকে এগুলো ব্যবহার করা জানতে হবে।
- আপনাকে বাধ্যতামূলক প্রতিটি ক্লাসে অংশগ্রহণ করতে হবে।
কোর্সেটি কত দিনের?
প্রতিদিন কমবেশি ১ ঘণ্টা করে অন্তত ২৫টি ক্লাস নেয়া হবে ইনশাআল্লাহ। প্রয়োজনবোধে কিছু ক্লাস বাড়ানো হতে পারে।
ক্লাস কখন শুরু হবে?
বাংলাদেশ সময় বিকেল ৪:০০ থেকে ৫:০০ পর্যন্ত অথবা আলোচনা সাপেক্ষে।
ক্লাস শুরু হবে কবে?
১লা রমজান ২০২০। রেজিস্ট্রেশন শেষে গুগল ক্যালেন্ডারে আপডেট করে রাখুন।
সিট সংখ্যা কত?
অনেক দিক বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবার সর্বোচ্চ ৩০ জনকে অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। কোয়ালিটি নিশ্চিত করতে গিয়ে বাধ্য হয়েই আমাদেরকে অংশগ্রহণকারীর সংখ্যা কম রাখতে হচ্ছে। অংশগ্রহণকারী ৩০ জন ফুলফিল হলে আমরা বিশেষ সফটওয়্যার ব্যবহার করব। অন্যথায় স্কাইপ বা জুম।
কোর্স ফী কত?
কোর্স ফি মাত্র ১০০০ টাকা।
কোর্স ফি কেন নেয়া হচ্ছে?
কুরআন শিক্ষাদানের বিনিময়ে টাকা গ্রহণ আমাদের কাছে যদিও পছন্দনীয় নয়, কিন্তু কয়েকটি কারণে আমরা কোর্স ফি নির্ধারণ করেছি।
১। অংশগ্রহণকারী বেশি হলে আমরা একটি পেইড সফটওয়্যার ব্যবহারের উদ্যোগ নিয়েছি। যেটির লাইসেন্স ও সার্ভার খরচ ৩০,০০০ টাকা।
২। মানুষ সাধারণত ফ্রি জিনিসকে মূল্যহীন মনে করে থাকে এবং গুরুত্ব দিতে চায় না। যে প্রোজেক্টে টাকা যত বেশি খরচ হয়, মনোযোগ ও গুরুত্বও ততো বেশি দেয়া হয়ে থাকে।
৩। সিট যেহেতু সীমিত, তাই আমরা একমাত্র সিরিয়াসলি শিখতে আগ্রহী ব্যক্তিদের সিলেক্ট করবার কথা ভাবছি। ইতোপূর্বে দেখা গেছে, ফ্রিতে দেয়া হলে ব্যাপকহারে আবেদন জমা পড়তে থাকে। অনেকে জাস্ট দেখার জন্যে কোর্সে যুক্ত হন। যা কষ্টকর ও সময় নষ্টের কারণ।
৪। কোর্সটি পরিচালনা করতে আমাদের বড় একটি অংক খরচ হবে। কারণ, কোর্সের কোন ম্যাটেরিয়াল আমাদের সংগ্রহে নেই। সবগুলোর ব্যবস্থা বেশ এক্সপেন্সিভ ও ঝামেলাপূর্ণ।
এ সমস্ত কারণেই আমরা ছোট্ট নামমাত্র নির্ধারণ করেছি। এর বাইরে যত খরচ হবে, সব আমাদের ফাণ্ড থেকেই ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ তাআলা।
কোর্স থেকে আমি কী কী বেনিফিট পাব?
- ক্লাসে দেয়া পড়া ভালোভাবে আত্মস্থ করতে পারলে কোর্স শেষে আপনি পবিত্র কুরআন মাজীদ সহী শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ তাআলা।
- অংশগ্রহণকারী প্রত্যেকের জন্যে মাসিক আদর্শ নারীর বিশেষ ভলিয়াম উপহার হিসেবে থাকবে।
যোগাযোগ করবো কিভাবে?
বিশেষ কোনো প্রয়োজনে যোগাযোগ করতে চাইলে মাসিক আদর্শ নারী এর পেইজে মেসেজ দিতে পারেন। অথবা এই গ্রুপেও আপনার প্রশ্ন বা জিজ্ঞাসাটি পোস্ট করতে পারেন। অথবা পার্সনালি সম্পাদকদ্বয়ের আইডিতে মেসেজ করতে পারেন। এ ছাড়াও কল দিতে পারেন এই নাম্বারে ০১৭১০-৭০৯৫৯৮।
উপরের বিষয়গুলো বিবেচনা করার পর আগ্রহ বোধ করলে অংশগ্রহণের জন্য আবেদন ফর্ম পূরণ করতে পারেন। ইনশাআল্লাহ এতে দুনিয়া ও আখেরাতের কল্যাণ হবে।
অংশগ্রহণের আবেদন করতে এই ফর্ম পূর্ণ করুন।
https://forms.gle/4VYeZqUWshckvDdr7
সবিনয় দোয়ার আবেদন। আল্লাহ আমাদের সবার চেষ্টা ও শ্রম কবুল করুন এবং আমাদের গুনাহসমূহ মাফ করে দিন। আমিন।
আয়োজক: মাসিক আদর্শ নারী ও মাদরাসা খাতুনে জান্নাত (রা।)
প্রশিক্ষক: মুফতী আবুল হাসান শামসাবাদী ও মুফতি সাঈদ আল হাসান।