বিয়ের জন্য পাত্রী কেমন হওয়া উচিৎ? পাত্রী পছন্দ করার ব্যাপারে আলেমদের দিকনির্দেশনা

ঢাকার ঐতিহ্যবাহী জামিয়া মাদানিয়া ইসলামিয়া যাত্রাবাড়ী মাদরাসার শ্রদ্ধেয় নায়েবে মুহতামিম হযরত মাওলানা আনোয়ার হুসাইন সাহেব (শায়খে সানি যাত্রাবাড়ী), একদিন মাদরাসার তাকমীল জামাতের দরসে ‘কিতাবুন নিকাহ’ পড়াচ্ছিলেন।  তিনি দরসে বিয়ের জন্য পাত্রী নির্বাচনের ক্ষেত্রে পাত্রী কেমন ও তার মধ্যে কী ধরণের গুণাবলী থাকতে হয়- এ বিষয়ে হাদিস ও গবেষকদের লেখনীর আলোকে আলোচনা করেন।  তার আলোচনার সারাংশ মাসিক আদর্শ নারীর পাঠকদের জন্যে তুলে ধরা হল-

পাত্রীর চারটি জিনিস কালো হতে হবে-
১) চুল
২) ভ্রু
৩) চোখের পলক
৪) চোখের মনি

চারটি জিনিস সাদা হতে হবে-
১) দাঁত
২) চোখ
৩) শরীর
৪) পায়ের নলা

 

চারটি জিনিস লাল হতে হবে-
২) ঠোট
১) জিহ্বা
৩) দাঁতের মাড়ি
৪) গাল ।

চারটি জিনিস গোল হতে হবে-
১) চেহারা
২) মাথা
৩) হাতের বাজু
৪) পায়ের গোড়ালি

চারটি জিনিস লম্বা হতে হবে-
১) শরীর
২) আঙ্গুল
৩) ঘাড়
৪) চুল

চারটি জিনিস ছোট হতে হবে-
১) পায়ের পাতা
২) মুখ
৩) হাতের তালু
৪) বক্ষোজ

চারটি জিনিস বড় হতে হবে-
১) কোমর
২) রান
৩) পা
৪) হাঁটু

চারটি জিনিস প্রশস্ত হতে হবে-
১) কপাল
২) সিনা
৩) চোখ
৪) দেহের রান ।

চারটি জিনিস পবিত্র হতে হবে-
১) নজর বা দৃষ্টি
২) পেট
৩) জবান তথা মুখ
৪) হাত তথা আমানত ।

 

স্বামীর থেকে চারটি জিনিস বেশী থাকতে হবে-
১) সৌন্দর্য
২) তাকওয়া ও পরহেজগারি
৩) সবর তথা ধৈর্য
৪) ইছার তথা কষ্ট সহ্য করবার ক্ষমতা।

স্বামীর থেকে চারটি জিনিস কম থাকতে হবে-
১) বয়স
২) সম্পদ
৩) ইলম
৪) ফখর তথা গর্ব

চারটি জিনিস নরম হতে হবে-
১) মন
২) দেহ
৩) তবিয়ত  তথা স্বভাব
৪) সন্তানের প্রতি মমতা ও দয়াদ্রতা

চার বিষয়ে কঠোর হতে হবে-
১) দ্বীনদারি
২) পবিত্রতা
৩) আমানত
৪) পর্দা ।

শ্রদ্ধেয় উস্তাদ হযরত মাওলানা আনোয়ার হুসাইন সাহেব এই আলোচনার পর বলেন, উক্ত গুণাবলীর সব একজনের মধ্যে না পাওয়ার সম্ভাবনাই বেশি, তাই অধিকাংশ গুণ দেখেই পাত্রী নির্বাচন করা আবশ্যক এবং অবশ্যই কুফু মিলিয়েই বিয়ে করবে। এতে করে আল্লাহ উক্ত বিয়েতে বরকত দান করবেন। 

 

মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মাত হযরত আশরাফ আলী থানবী (রহ.) বলেন, আখলাক তথা চরিত্রের সৌন্দর্যই হলো আসল সৌন্দর্য।  তাই বাহ্যিক সৌন্দর্যের প্রতি লক্ষ না করে আখলাকের সৌন্দর্যের প্রতি গুরুত্বারোপ করা অধিক জরুরি।  আর তা হলো-

স্ত্রীর মধ্যে ভালো চারটি গুণ থাকতে হবে-
১) স্বামীর অনুগত হতে হবে
২) স্ত্রীর চেহারার দিকে তাকালে স্বামীর আনন্দ লাগে
৩)স্বামী কোনো কসম করলে, স্ত্রী তা থেকে তাকে মুক্ত করে
৪)স্বামী বাহিরে থাকলে স্ত্রী তার সতীত্ব ঠিক রাখে ।

পক্ষান্তরে মেয়েদের মারাত্মক ও মন্দ গুণ চারটি, যেগুলো থেকে তাদের বেঁচে থাকা আবশ্যক-
১) বে-পর্দায় থাকা
২) সাজসজ্জা করে রাস্তায় বের হওয়া
৩) অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হওয়া
৪) এবং অন্যকে নিজের প্রতি আকৃষ্ট করা ।

উল্লেখ্য, উক্ত গুণাবলী বিশিষ্ট রমণী পেতে চাইলে অবশ্যই নিজেকে পবিত্র এবং সব রকমের পাপাচার ও গোনাহ মুক্ত রাখতে হবে।

 

পাত্রী নির্বাচনের দিক নির্দেশনা দিতে গিয়ে শ্রদ্ধেয় উস্তাদ মুফতি আবুল হাসান আব্দুল্লাহ বলেছেন, পাত্রী দেখতে যাওয়ার আগে নিজের সবগুলো দোষ ও বদ স্বভাবের লিস্ট করে নিয়ে যাবে।  এরপর হবু স্ত্রীর সাথে দোষগুলি মেলাবে।  সমান সমান হলে ঠিক আছে। আর স্ত্রীর দোষ কম হলে তো কথাই নেই।  উক্ত মেয়েটাকে নিজের জন্যে নির্ধারিত মনে করে বিয়ে করে নেবে।

অর্থাৎ নিজের খুঁত এবং দোষের দিকে না তাকিয়ে শুধু মেয়ের দোষ ও খুঁত দেখা যাবে না। উভয়টিকে মিলিয়ে সামঞ্জস্য করে নেবে।  তবেই পাত্রী পছন্দ হবে এবং দ্রুত পাত্রী পাওয়াও সহজ হবে।

—————

আরও পড়ুন
দ্রুত পাত্রী খুঁজে পাবেন যেভাবে https://adarshanari.com/featured/8051/
বিয়ের উদ্দেশে পাত্রী দেখা : ইসলাম কী বলে? https://adarshanari.com/featured/8076/
পরকীয়া এক মহামারি ব্যাধি https://adarshanari.com/featured/6986/
আপনার সন্তানের প্রতি লক্ষ্য রাখুন : মুফতী মনসূরুল হক দা.বা. https://adarshanari.com/featured-2/6530/
পুরুষদের ৩৪টি বর্জনীয় অভ্যাস https://adarshanari.com/featured-2/6509/

2 thoughts on “বিয়ের জন্য পাত্রী কেমন হওয়া উচিৎ? পাত্রী পছন্দ করার ব্যাপারে আলেমদের দিকনির্দেশনা

  1. আসসালামু আলাইকুম,
    আসা করি সকলে আল্লাহর রহমতে ভাল আছেন। আমি দ্বীনদার পরিবারের দ্বীনদার এবং আল্লাহওয়ালা প্রাত্রী খুজছি।
    আমার তথ্য সমূহ নিচে দেয়া হলোঃ
    নামঃ আল-আমিন
    বয়সঃ ২৯ চলমান
    উপজেলাঃ দাউদকান্দি
    জেলাঃ কুমিল্লা
    পেশাঃ সরকারী চাকুরী- বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ১৫ তম গ্রেডে কর্মরত।
    মধ্যবিত্ত পরিবারে আমরা ৩ ভাই যাদের মধ্যে আমি বড়।
    মাসিক আয়ঃ ২০০০০+
    লম্বাঃ ৫ ফুট ৫ ইঞ্চি।
    রংঃ উজ্জ্বল শ্যমলা
    সুন্নাত অনুযায়ী চলতে চেষ্টা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.