উস্তাযে মুহতারাম মুফতি আবুল হাসান আব্দুল্লাহ সাহেব ক্লাসে ছাত্রদের সাথে একেবারেই ফ্রি ছিলেন ৷ ছাত্রদের সাথে অনেকটা বন্ধুর মতোই আচরণ করতেন ৷
আমরা যে কেউ হুজুরকে ব্যক্তিগত পারিবারিক সামাজিক যে কোন বিষয়ে জিজ্ঞেস করতে পারতাম ৷ হুজুরও হাসি মুখে সব বিষয়েই কথা বলতেন ৷ সাবলীলভাবেই সকল প্রশ্নের উত্তর দিতেন ৷
ইফতা দ্বিতীয় বর্ষের প্রায় ছয় মাস যখন পার হয়ে যাচ্ছিল স্বাভাবিকভাবেই মনে মনে তখন বিয়ে শাদী নিয়ে একটু ভাবনা বেশি আসতো ৷ মাথায় শুধু বিয়ের কথা ঘুরঘুর করতো ৷
হুজুরকে একদিন ক্লাসে আমরা পাত্রী দেখা প্রসঙ্গে প্রশ্ন করলাম ; পাত্রী দেখার ক্ষেত্রে কোন বিষয়গুলো বেশি গুরুত্ব দিতে হবে ?
হুজুর বললেন :
দেখ , আমি যেদিন আমার জন্য পাত্রী দেখতে যাচ্ছিলাম মনে মনে আমার দোষগুলো খুঁজে বের করলাম ৷ গুনে গুনে দেখি আমার মধ্যে অন্তত ১৬ টা দোষ বা খুঁত আছে ৷ এই যে তোমরা দেখছ আমার নাক বোচা , ঠোঁট মোটা , দাঁতগুলোর মাঝে ফাঁকা , আবার আমি বেঁটেও , এই সেই আরও কতো কী ……………. হুজুর হেসে দিলেন ৷
এখন আমি যেই মেয়েকে দেখতে যাচ্ছি তার মধ্যে যদি ১৬ টা দোষ থাকে তাহলে তো অপছন্দের কিছু নেই ৷ কারণ দুজনেই সমান সমান ৷ আমরা কেউ কারো থেকে শ্রেষ্ঠ নই ৷ আমি যেমন সেও তেমন ৷ আর যদি তার কাছে আমার থেকে একটি দোষও কম থাকে তাহলে তো সে আমার থেকে শ্রেষ্ঠ ৷ তখন তো আমি তাকে অপছন্দ করার প্রশ্নই আসে না ৷
যদি তোমরা পাত্রী দেখার সময় এই কথাটা খেয়াল রাখ এবং এরকম মনোভাব নিয়েই পাত্রী দেখতে যাও তাহলে পছন্দ হতে কোন অসুবিধা হবে না ৷ আর যদি নিজের খুঁত এবং দোষের দিকে না তাকিয়ে শুধু মেয়ের দোষ দেখ তাহলে জীবনেও পাত্রী পছন্দ হবে না ৷ তোমার জন্য পাত্রীও খুঁজে পাবে না ৷
পাত্রী দরকার
বৈশিষ্ট্য : দ্বীনদার, পরদা,নামাজ ও হালাল হারামের ব্যাপারে।
উচ্চতা: ৫’৩”-৫’৬”
ফরসা,বরিশাল বিভাগের মধ্যে হলে ভাল
বয়স ২০ এর মধ্যে হলে ভাল
কওমি জেনারেল যে কোন লাইনের হলেই চলবে
আল্লাহ মিলিয়ে দিন
পাত্র দরকার
বৈশিষ্ট্যঃদ্বীনদার,স্ত্রীকে পরিপূর্ণ শরয়ী পর্দার নিশ্চয়তা দিতে পারবে এবং স্ত্রীর দ্বীনের জ্ঞান অর্জনের পথের সাথী ও সহায়ক হতে পারবে এমন চরিত্রবান।
উচ্চতাঃ৫’৩”-৫’৬”
বয়সঃ ৩০ এর মধ্যে হলে ভাল।
শিক্ষাগত যোগ্যতাঃ আলেম হলে উত্তম।জেনারেল লাইন এ শিক্ষিত হতে পারে তবে পেশা অবশ্যই ব্যাংকের \ সুদ থেকে বিরত হালাল জীবিকা নির্বাহ কারী হতে হবে।
পাত্রীর বিবরনঃ
উচ্চতাঃ৫’১.৫”
বয়সঃ ১৯
ত্বকের রং হবেঃ লালচে ফর্সা
শিক্ষাগত যোগ্যতাঃ কওমি মাদ্রাসায় শিক্ষারত এবং দ্বীনের ইলম এর স্বাদ গ্রহনের পূর্বে আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা এর ২য় বছর পর্যন্ত।
অবস্থানঃ ডেমরা, ঢাকা।
যোগাযোগের মাধ্যম তো দেন নি।
পাত্রির অভিভাবক -zahirbhuiyan787@gmail.com
আমিও একজন দ্বীনদার ও আল্লাহওয়ালা পাত্রী খুজছি।
আসসালামু আলাইকুম,
আসা করি সকলে আল্লাহর রহমতে ভাল আছেন। আমি দ্বীনদার পরিবারের দ্বীনদার এবং আল্লাহওয়ালা প্রাত্রী খুজছি।
আমার তথ্য সমূহ নিচে দেয়া হলোঃ
নামঃ আল-আমিন
বয়সঃ ২৯ চলমান
উপজেলাঃ দাউদকান্দি
জেলাঃ কুমিল্লা
পেশাঃ সরকারী চাকুরী- বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ১৫ তম গ্রেডে কর্মরত।
মধ্যবিত্ত পরিবারে আমরা ৩ ভাই যাদের মধ্যে আমি বড়।
মাসিক আয়ঃ ২০০০০+
লম্বাঃ ৫ ফুট ৫ ইঞ্চি।
রংঃ উজ্জ্বল শ্যমলা
সুন্নাত অনুযায়ী চলতে চেষ্টা করি।
আল্লাহ মিলিয়ে দিন
I am an established architect, please contact me.
বিয়ে করলে মাত্রিমনি সাইটে নক দিন
আসসালামু আলাইকুম,
আসা করি সকলে আল্লাহর রহমতে ভাল আছেন। আমি দ্বীনদার পরিবারের দ্বীনদার এবং আল্লাহওয়ালা প্রাত্রী খুজছি।
আমার তথ্য সমূহ নিচে দেয়া হলোঃ
নাম : নূরুল ইসলাম নাদিম
বয়স : ২৯ চলমান
অস্থায়ী ঠিকানা :
উপজেলা : কেরাণীগঞ্জ
জেলা : ঢাকা
স্থায়ী ঠিকানা
উপজেলা : রায়পুরা
জেলা : নরসিংদী
পেশা : প্রাইভেট চাকুরিজীবী- বাংলাবাজার একটি প্রকাশনা সংস্থায় কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত আছি।
মধ্যবিত্ত পরিবারে আমরা ১ ভাই ৪ বোন যাদের মধ্যে ২ বোন বিবাহিত আর ২ বোন পড়াশোনা করেন সবার মধ্যে আমি বড়।
মাসিক আয় : ১৮০০০+
লম্বা : ৫ ফুট ৩ ইঞ্চি।
রং : ফর্সা।
শিক্ষাগত যোগ্যতা : এস.এস.সি. ও এইচ.এস.সি. জেনারেল।
বি.দ্র. : কন্যাকে অবশ্যই মাদ্রারাসায় শিক্ষারত হতে হবে অথবা মাদ্রারাসা থেকে পড়াশোনা শেষ করেছে তা হলেও চলবে। কন্যাকে পাচ ওয়াক্ত নামাযি, কুরআন তিলাওয়াতকারী, পর্দাশীল ও দীনদার হতে হবে।