মাসিক আদর্শ নারী পরিচালিত অনলাইন ইফতা ও বয়স্কদের জন্য নৈশ মাদরাসার শুভ সূচনা

মহান আল্লাহর জন্যই সকল তা‘রীফ এবং
সালাত ও সালাম তাঁর প্রিয় রাসূলের প্রতি।

আল-হামদুলিল্লাহ। অসংখ্য উলামায়ে কিরাম, তালাবায়ে ইলম ও মুহিব্বীনে ‘ইজামের সাড়া পেয়ে মুহাক্কিক ইলমী মুরব্বীগণের পরামর্শানুযায়ী মহান আল্লাহর উপর ভরসা করে আমরা শুরু করেছি অফলাইন ও অনলাইন উভয় সুবিধার সমন্বয়ে যুগোপযোগী ইফতা’ বিভাগ ও কর্মব্যস্ত বয়স্ক জেনারেল শিক্ষিতদের জন্য আলেম হবার সুযোগ সুবিধা সম্বলিত আদর্শ কওমী ইলমী মারকায–

——————————————
জামি‘আ মারকাযুদ দুরূস আল-ইসলামিয়া
الجامعة مركز الدروس الاسلامية
—————————————–

৭৮/৫-এ, মিয়াজান লেন, মানিকনগর, ঢাকা।
☎ 01715-039399, 01710-709598
———————————————

অত্র জামি‘আর বর্তমান বিভাগসমূহ :–

❶ অনলাইন ও অফলাইন ক্লাসসিস্টেমের ইফতা’ বিভাগ (১ বছর মেয়াদী)
==============================

অনলাইন ইফতা’ বিভাগে নির্ধারিত ইফতা’র কিতাবসমূহের নিয়মিত দারস, বিশেষ ইফতা’র কিতাবসমূহের মুতালা‘আ, ফাতওয়া ও মাসআলা নির্ণয়ের উপর বিশেষ তামরীন ও তাদরীব এবং বিষয়ভিত্তিক মুহাজারাহ প্রভৃতি আবশ্যকীয় বিষয়াদি যথানিয়মে Zoom (জুম) সফটওয়ারের সাহায্যে ইন্টারন্যাশনাল অনলাইন কনফারেন্স ও অনলাইন ভার্চুয়াল ক্লাস সিস্টেমের মাধ্যমে সুচারুরূপে সম্পন্ন করানো হবে ইনশাআল্লাহ।

এ ছাড়াও অফলাইনে বা সরাসরিভাবে অত্র জামিয়ার ইফতা বিভাগে ভর্তি হয়ে আবাসিক সিস্টেমে সরাসরি ইফতা পড়ারও ব্যবস্থা রয়েছে।

.
❷ কর্মব্যস্ত সর্বস্তরের বয়স্কদের জন্য নাইট মাদরাসা
==============================

সর্বস্তরের ব্যবসায়ী, চাকুরীজীবি বা অন্যান্য কর্মে ব্যস্ত বয়স্কগণের জন্য অনলাইনের মাধ্যমে অথবা সরাসরি মাদরাসায় এসে রাত্রিকালিন নাইট মাদরাসায় ১ বছরে জরুরিয়্যাতে দ্বীন শিক্ষার ব্যবস্থা রয়েছে এবং ৫ বছরে দাওরায়ে হাদীস সম্পন্ন করে সুযোগ্য আলেমে দ্বীন হওয়ার ব্যবস্থা রয়েছে।
.

ভর্তির যোগ্যতা :–

➠ ইফতা’ বিভাগে ভর্তি হওয়ার জন্য দাওরায়ে হাদীস ও মিশকাত জামা‘আতে মুমতায অথবা জাইয়্যিদ জিদ্দান রেজাল্ট লাভ করতে হবে। সেই সাথে ফাতওয়া লেখার মতো বাংলা জ্ঞান থাকা প্রয়োজন। এ ছাড়াও কিছু ইংরেজী জ্ঞান থাকলে ভাল।

চলতি বছর শশমাহী ইমতিহান বা ষান্মাসিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উক্ত যোগ্যতা নির্ণেয় হবে। এ ছাড়াও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং হাতের লেখার পরীক্ষা নেয়া হবে।

মৌখিক পরীক্ষা নেয়া হবে :
হিদায়া (ছালিছ) ও নূরুল আনওয়ার (কিতাবুল্লাহ)।

➠ বয়স্ক নাইট মাদরাসায় ভর্তির জন্য জেনারেল লাইনে অন্তত ৮ম শ্রেণী পাশ হতে হবে। অথবা বাংলায় ভাল লেখাপড়া জানা থাকতে হবে।

————————————————
দৃষ্টি আকর্ষণ : বর্তমানে বয়স্কগণের জন্য প্রথম থেকে দাওরায়ে হাদীস পড়ার ব্যবস্থাসহ দাওরায়ে হাদীস-এর ফারিগীনদের জন্য অনলাইন ও অফলাইনের ইফতা’ বিভাগ খোলা হয়েছে। অতঃপর ভবিষ্যতে ইনশাআল্লাহ কওমী নিসাবের যুগোপযোগী সিলেবাস ধারায় সকল জামা‘আতের পূর্ণাঙ্গ ক্লাসের শিক্ষাক্রম চালু করা হবে।
————————————————

ভর্তির নিয়মাবলী :–

◈ অনলাইনে ভর্তি ফরম পূরণ করে সাবমিট করলে ভর্তি পরীক্ষার জন্য কল করা হবে। তখন ভর্তি পরীক্ষা দিতে হবে। অতঃপর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলে ভর্তির জন্য নির্বাচিত হবেন।

অনলাইনে ভর্তি হওয়ার জন্য ভর্তি ফরম নিম্নোক্ত লিঙ্কে পাবেন– অথবা পোস্টের একেবারে নিচে আমরা এই ফর্মটি যুক্ত করে দেব। 

[custombutton url=”https://forms.gle/pDVmjWuPgmi3TBDo7″ target=”blank” text=”ভর্তি ফর্ম”]

◈ ভর্তির জন্য নির্বাচিত হওয়ার পর ভর্তি ফি অত্র জামিয়ার
বিকাশ (পারসোনাল) 01791-997733 নম্বরে সেন্ড মানি করতে হবে। সেই সাথে প্রথম এক মাসের ফি সেন্ড মানি করতে হবে।

অতঃপর উক্ত 01791-997733 নাম্বারে বাংলায় মেসেজ পাঠিয়ে শিক্ষার্থীর নাম ও জামা‘আতের নাম উল্লেখ করে বিকাশে টাকা পাঠানোর কথা জানাতে হবে।

◈ উপরের সবকিছু সম্পন্ন হলে, জামিয়া থেকে ফিরতি মেসেজ পাঠিয়ে শিক্ষার্থীকে ভর্তি করার বিষয় জানিয়ে কনফার্ম করা হবে।

◈ আগামী ১৫ জুন–২০২০ পর্যন্ত ভর্তি নেয়া হবে। আসন সংখ্যা সীমিত।
সে হিসেবে আসন বা কোটা খালি থাকা সাপেক্ষে পরবর্তীতেও (ক্লাস শুরুর পূর্বদিন পর্যন্ত) ভর্তি নেয়া যেতে পারে।

দারসের (ক্লাসের) নিয়মাবলী :–

◈ আগামী ১৭ জুন–২০২০ বুধবার থেকে দারস শুরু হবে ইনশাআল্লাহ। সেদিন সকাল ১১টায় উদ্বোধনী ক্লাস হবে। তখন যাবতীয় দরসের রুটিন জানিয়ে দেয়া হবে ইনশাআল্লাহ।

◈ ১৭ জুন থেকে শুধু অনলাইনে দারস দেয়া হবে। যারা অফলাইনে বা
সরাসরি মাদরাসায় অবস্থান করে পড়ার জন্য ভর্তি হবেন, তারাও অফলাইন ক্লাস চালু হওয়ার পূর্ব পর্যন্ত অনলাইনের ক্লাসে শরীক হবেন। এরপর সরকারী ঘোষণা হলে,তখন মাদরাসায় অবস্থান করে ক্লাস করার তারিখ জানিয়ে দেয়া হবে ইনশাআল্লাহ।

ফি’র বিবরণ :–

(সার্বিকভাবে খরচের দিক বিবেচনা করে
ন্যূনতম পরিমাণে ফি নির্ধারণ করা হয়েছে)

☞ ভর্তি ফরম : ফ্রি।

☞ ভর্তি ফি : ৩০০০/= (সকলের জন্য)।

☞ মাসিক ফি (বেতন, অনলাইন/আবাসিক, ব্যবস্থাপনা) : ২০০০/=।

(অর্থাৎ অনলাইনের শিক্ষার্থীগণের জন্য অনলাইন ফি এবং অফলাইনের
আবাসিক শিক্ষার্থীগণের জন্য আবাসিক ফি প্রযোজ্য।)

☞ আবাসিক শিক্ষার্থীগণের মাসিক খাবার ফি (তিন বেলা) : ২০০০/=।

——————————————

যারা ভর্তি হতে ইচ্ছুক, তাদেরকে বর্ণিত নিয়ম ফলো করে
সত্বর ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হতে অনুরোধ করা হচ্ছে।

অন্যান্য নিয়ম পরবর্তীতে জানানো হবে ইনশাআল্লাহ।

সার্বিক বিষয়ে এ মোবাইল নম্বরে যোগাযোগ করবেন :
01715-039399 অথবা 01710-709598


ভর্তি ফর্ম 

4 thoughts on “মাসিক আদর্শ নারী পরিচালিত অনলাইন ইফতা ও বয়স্কদের জন্য নৈশ মাদরাসার শুভ সূচনা

  1. অনলাইনে যারা ভর্তি হবে তাদের সব কিছু অনলাইনেই হওয়া চাই। যেমনটি হয় মদীনা ভার্সিটিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *