খারাপ স্বপ্ন দেখলে কী করবেন?

আল্লাহর রাসুল মহানবী হজরত মুহাম্মদ সা. বলেছেন, “ভাল ও সুন্দর স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকে আর খারাপ স্বপ্ন হয় শয়তানের পক্ষ থেকে। যদি কেউ ভাল স্বপ্ন দেখে, তাহলে তা শুধু তাকেই বলবে, যে তাকে ভালোবাসে।

অন্য কাউকে বলবে না। আর কেউ যদি স্বপ্নে খারাপ কিছু দেখে, তা হলে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করবে (আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলবে), বাম দিকে তিনবার থুথু নিক্ষেপ করবে। আর কারো কাছে স্বপ্নের কথা বলবে না। মনে রাখবে, এ স্বপ্ন তার কোনোই ক্ষতি করতে পারবে না।”

তাই হাদিস অনুযায়ী এ অবস্থায় পাঁচটি কাজ করতে বলেছেন রাসুল সা.

১. أعوذ بالله من الشيطان الرجيم  (আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম) বলে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইবে।

২. বাম দিকে তিন বার থুতু ফেলবে।

৩. এ স্বপ্নের কথা কাউকে বলবে না।

৪. যে কাতে শোয়া ছিল সে কাত থেকে ঘুরে শোবে অর্থাৎ পার্শ্ব পরিবর্তন করে শোবে।

৫. নামাজে দাঁড়িয়ে যাবে।

ইমাম ইবনুল কাইয়্যিম র. এ পাঁচটি কাজ উল্লেখ করে বলেন : যে এই কাজগুলো করবে খারাপ স্বপ্ন তার ক্ষতি করতে পারবে না বরং এ কাজ তার ক্ষতি দূর করে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *