হাত থেকে কোরআন মাজিদ পড়ে গেলে কী করবেন?

প্রশ্ন : অসতর্কতাবশত পবিত্র কোরআন শরিফ হাত থেকে পড়ে গেলে কী করতে হবে। অনেকে বলে, এর জন্য পবিত্র কোরআন ওজন করে সমপরিমাণ চাল বা কিছু দান করতে হবে- এটা কি সঠিক?

উত্তর : অসতর্কতাবশত হাত থেকে পবিত্র কোরআন শরিফ পড়ে গেলে এর জন্য মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতে হবে। তওবা ইস্তিগফার করতে হবে। পবিত্র কোরআন ওজন করে সমপরিমাণ চাল বা কিছু দান করতে হবে- এমন কথা মোটেই সঠিক নয়। এমন কোনো বাধ্যবাধকতা মোটেই নেই। (আগলাতুল আওয়াম, ইসলামী নেসাব-৪৮৫-৮৬)।

উত্তর দিয়েছেন: মুফতি মুতিউর রাহমান
প্রধান মুফতি চৌধুরীপাড়া মাদ্রাসা, ঢাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *