রাশিয়ান ও তাতার ভাষায় কুরআনের ব্রেইল পদ্ধতির তাফসির প্রকাশ

রাশিয়া থেকে স্বাধীনতা লাভকারী দেশ তাতারস্তানের মুসলিম দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল বর্ণমালায় পবিত্র কুরআনের তাফসির প্রকাশ হতে যাচ্ছে।

তাতারাস্তানের রাজধানী কাজানে রাশিয়ান ও স্থানীয় তাতারি ভাষায় চলতি বছরেই বের হচ্ছে ব্রেইল বর্ণমালার কুরআনের তাফসির গ্রন্থ। কাজানের সাংস্কৃতি ও শিল্প সংস্থার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

‘সবার জন্য কুরআন’ এ প্রকল্প বাস্তবায়নে ব্রেইল পদ্ধতির কুরআনের তাফসির প্রকাশের উদ্যোগ নিয়েছে ‘ইয়ারডিম চ্যারিটি ফাউন্ডেশন’।

এ ফাউন্ডেশসের সিদ্ধান্ত অনুযায়ী রাশিয়ান ও তাতারি ভাষায় ৩ হাজার পাণ্ডুলিপি প্রকাশের ঘোষণা দিয়েছিল ফাউন্ডেশনটি। ঘোষণা অনুযায়ী চলতি বছরেই এ পাণ্ডুলিপিটি তাতারাস্থানের বিভিন্ন লাইব্রেরিতে পাঠানো হবে।

তাতার ও রাশিয়ান ভাষার মুসলিম দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। এর ফলে তাতারাস্থান ও রাশিয়ার দৃষ্টি প্রতিবন্ধী মুসলিমরা যেমন কুরআন অধ্যয়ন করে সে আলোকে জীবন গড়ার সুযোগ পাবে। আবার অমুসলিম দৃষ্টি প্রতিবন্ধীরাও কুরআনের বাণী অধ্যয়ন করে সঠিক জীবন পদ্ধতি গ্রহণের সুযোগ পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *