দৃষ্টি প্রতিবন্ধীরা ব্রেইল পদ্ধতির মাধ্যমে পড়া-লেখা শেখে। কুরআন শেখার ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করতে হয়। কিন্তু ব্রেইল পদ্ধতির কুরআন সংগ্রহ সবার জন্য সহজসাধ্য নয়।
দৃষ্টি প্রতিবন্ধীদের কুরআন শিক্ষা এবং মুখস্তের জন্য এবার এসেছে ইলেক্ট্রনিক্স শিক্ষা পদ্ধতি ‘ই-লার্নিং’ সেবা। মোবাইলে ‘ই-লার্নিং’ পদ্ধতিটি ইন্সটল করে সহজেই দৃষ্টি প্রতিবন্ধীরা পবিত্র কুরআনুল কারিম শেখতে এবং হেফজ করতে পারবে।
সৌদি আরবের ‘খাইরাকুম’ জমিয়ত এ সেবা চালু করেছে। যা পর্যায়ক্রমে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে।
জেদ্দাদ শহরের ‘খাইরাকুম জামিয়াহ’ জেদ্দা শহরের বিভিন্ন মসজিদে এ বিশেষ কোর্স চালু করেছে। জেদ্দার ‘আস-সুরুর’ মসজিদে কুরআনুল কারিমের ই-লার্নিং পদ্ধতির উদ্বোধন করা হয়।
‘খাইরাকুম জামিয়া’র ওস্তাদ আলি বায়াজাজা ই-লানিং পদ্ধতির (ইলেক্ট্রনিক শিক্ষা ব্যবস্থা) কুরআন শিক্ষা প্রকল্পের দায়িত্ব গ্রহণ করেছেন। ব্রেইল পদ্ধতির সঙ্গে ইলেক্ট্রনিক ডিভাইসের মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধীরা সহজে কুরআনুল কারিম শেখতে এবং হেফজ করতে পারবে।
দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য করা ই-লার্নিং পদ্ধতিটি মোবাইল প্রোগ্রামে ইন্সটল করেও যে কোনো দৃষ্টি প্রতিবন্ধী কুরআন হেফজ করতে পারবে।