প্রশ্ন : আমি শুনেছি, হাতা গেঞ্জি বা শার্ট পরে নামাজ আদায় করলে তা মাকরুহ হবে। এই কথার সত্যতা কতটুকু? আমার প্রশ্ন- ছেলেরা কি হাফ হাতা গেঞ্জি বা শার্ট পরে নামাজ পড়তে পারবে?
উত্তর : হ্যাঁ, হাফ হাতা শার্ট অথবা গেঞ্জি অথবা টি-শার্ট যেগুলো আছে, সেগুলো পরে যদি কেউ সালাত আদায় করে, তাহলে হয়ে যাবে। সালাত না হওয়ার কোনো কারণ এখানে নেই।
আর স্যান্ডো গেঞ্জি যেগুলো আছে, সেগুলো পরে যদি কেউ সালাত আদায় করেন, তাহলে তাঁর সালাত মাকরুহ হয়ে যাবে। কাঁধের ওপর যদি কোনো কাপড় দেওয়া থাকে বা চাদর দেওয়া থাকে, তাহলে তাঁর সালাত হয়ে যাবে। মূল কথা হলো, সালাতের সময় কাঁধ ঢাকতে হবে তাঁকে।
ফতোয়া প্রদান করেছেন: ইফতা বিভাগ, দারুল উলুম দেওবন্দ, ভারত।
অনুবাদ ও সম্পাদনা: রকিব মুহাম্মদ