‘নূরানী হিজবুল মু‘আল্লিমীন বাংলাদেশ’ (জাতীয় পর্যায়ে সমাদৃত কুরআন প্রশিক্ষণ প্রতিষ্ঠান)-এর
“নূরানী ও হিফজ শিক্ষক প্রশিক্ষণ কোর্স”
আগামী ১ জানুয়ারী–২০১৯ ইং থেকে শুরু হবে।
————————————————
নূরানী হিজবুল মু‘আল্লিমীন বাংলাদেশ-এর কার্যালয় জামিয়া রশিদিয়া মাদরাসা শান্তিধারা, সাইনবোর্ড ঢাকায়
আগামী ১ জানুয়ারী থেকে ৩০ দিনব্যাপী বিশেষ নূরানী ও হিফজ শিক্ষক প্রশিক্ষণ কোর্স-এর আয়োজন করা হয়েছে।
এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন :
✹ উস্তাদযুল মু‘আল্লিমীন শাইখুল কুররা হযরত মাওলানা ক্বারী হোসাইন আহমদ সাহেব
✹ উস্তাযুল হুফফাজ আন্তর্জাতিক হিফজপ্রশিক্ষক হযরত হাফেজ ক্বারী আব্দুল হক
✹ বাংলাদেশের খ্যাতিমান ক্বারী হাফেজ ক্বারী নাজমুল হাসান
✹ দেশবরেণ্য বিশিষ্ট ক্বারী মাওলানা ক্বারী আনিসুর রহমান
✹ ইবনে শাইখুল কুররা হাফেজ মুহাম্মাদ মাহমুদুল হাসান মাহমুদী
প্রমুখ।
সার্বিক তত্ত্বাবধানে থাকবেন : জনপ্রিয় ইসলামী ম্যাগাজিন মাসিক আদর্শ নারীর সম্পাদক ও খ্যাতিসম্পন্ন নূরানী ট্রেনিং প্রশিক্ষক মুফতী আবুল হাসান শামসাবাদী, (সাধারণ সম্পাদক, নূরানী হিজবুল মু‘আল্লিমীন বাংলাদেশ)।
—————————————————–