আল-আযহার বিশ্ববিদ্যালয়ে পড়তে ইচ্ছুক ছাত্রদের জন্য সুখবর!
২০২০/২০২১ ইং শিক্ষাবর্ষে বাংলাদেশী ছাত্রদের স্কলারশিপের আবেদন শুরু হয়েছে। অনলাইন আবেদনের লাস্ট ডেট: ১৩-০৯-২০২০ দুপুর ১২:০০ টা। চাইলে আপনিও আবেদন করতে পারেন!
প্রাথমিকভাবে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েব সাইটে আবেদন করতে হবে।
এরপর উক্ত আবেদন ফর্ম সহ প্রয়োজনীয় ডকুমেন্টস খামে ভরে মিনিস্ট্রিতে জমা দিতে হবে। খামের উপর প্রেরক ও প্রাপকের নাম, ট্র্যাকিং নং অবশ্যই লিখতে হবে।
জমা দেওয়ার ঠিকানা:
যুগ্ম সচিব(বৃত্তি) শিক্ষা মন্ত্রণালয়, বিল্ডিং নং ৬ , রুম নং ১৭০৫ , বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
- ০১- অ্যারাবিক ল্যাংগুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট।
- ০২- আলিমের সার্টিফিকেট
- ০৩- মার্কশিট
- ০৪- জন্মসনদ
- ০৫- পাসপোর্ট
- ০৬- রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি ৬ কপি।
- ০৭- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
- ০৮- মেডিকেল সার্টিফিকেট
- ০৯- PCR negative সার্টিফিকেট
উল্লেখ্য, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা হবে।
– আবুহানিফ সাদী আল-আযহারী
ত্রৈধ মাস্টার্স, হাদিস, ফিকহ এবং আরবি সাহিত্য, এমফিল গবেষক, আরবি সাহিত্য অনুষদ, আল-আযহার বিশ্ববিদ্যালয়, মিশর ৷