ট্রাম্পের তথাকথিত ‘শান্তিচুক্তি’ : মুসলিম উম্মাহের প্রতি এক বিশাল ষড়যন্ত্র

বেলায়েত হুসাইন

আরব ও ইসলামি জনগণের জন্য চরম অপমান ও হতাশার দিন ২০২০ সালের ২৮ জানুয়ারি মঙ্গলবার। এদিন সমগ্র আরব ও মুসলিম উম্মাহর ওপর নকল একটি শান্তিচুক্তি আরোপ করে কার্যত তাদের ধর্মীয় ও আপন কর্তৃত্বের শেষ শক্তিটুকু উপহাসে রূপান্তর করে ছেড়েছে আমেরিকা। তথাকথিত ডিল অব সেঞ্চুরি বা শতাব্দীর সেরা চুক্তির নামে মধ্যপ্রাচ্যে শান্তি আনয়নের জন্য ফিলিস্তিন বিরোধী যে শান্তিচুক্তির ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন- গোটা মুসলিম জাহানের ওপর এটা নির্ঘাত একটি জাতিবিনাশী আক্রমণ। এটার প্রতিরোধ করতে না পারলে মুসলিম উম্মাহ বিশেষত ফিলিস্তিনিরা আরেকটি জাতীয় অস্তিত্ব সংকটের মুখে পতিত হবে। ট্রাম্পের এই শান্তিচুক্তি মূলত ইসরায়েলকে বৈধতা দেয়ার নতুন পরিকল্পনা।

সন্ত্রাসবাদের আশ্রয় নিয়ে সম্পূর্ণ একপেশে নীতিতে মুসলিমের স্বার্থসংশ্লিষ্ট চুক্তি তাদের সমর্থন ছাড়াই ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার চলে আসা দীর্ঘদিনের তিক্ততার অবসানে এই চুক্তি- ট্রাম্প এরকম দাবি করলেও বাস্তবিকপক্ষে এটা ফিলিস্তিনের থেকে নতুন করে ভূমি দখল করার অভিনব এক কৌশল। এই চুক্তির অন্যতম শর্ত হল, পবিত্র নগরী আল কুদস (জেরুজালেম)কে ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরায়েলের রাজধানী করা হবে। আর ফিলিস্তিনকে রাজধানী হিসেবে দেয়া হবে পূর্ব জেরুজালেমের সামান্য একটু অংশ। এবং পশ্চিমতীরে ইসরাইলি বসতিকে অনুমোদন দেয়া। যদিও অন্য বেশিরভাগ দেশ মনে করে এসব বসতি অবৈধ।

প্রেসিডেন্ট ট্রাম্প মুসলিম বিশ্বের নামি-দামি নেতাকর্মীদের বুড়ো আঙুল দেখিয়ে কিভাবে এই চুক্তি ঘোষণা করলেন- এই প্রশ্নের উত্তরে সবার আগে বলতে হয়, পূর্ব থেকেই সৌদি সরকার যদি ট্রাম্পের ধারাবাহিক স্বেচ্ছাচারিতায় সমর্থন যুগিয়ে না আসতো, তেলবেচা বিলিয়ন বিলিয়ন ডলার তার হাতে না দিয়ে নিজেদের স্বতন্ত্র ক্ষমতা প্রতিষ্ঠা করতে পারতো, তাহলে ট্রাম্প কখনোই শান্তিচুক্তির নামে এই অশান্তিচুক্তি বাস্তবায়নের দুঃসাহস দেখাতো না। আসলে স্বেচ্ছাচারিতায় ডুবে সৌদি প্রশাসন নিজ দেশকেও আরেক অশান্তি নগরী হিসেবে গড়ে তুলেছে; দেশের বুদ্ধিজীবী, আন্তর্জাতিক ইসলামি দাঈ ও সাহসী সাংবাদিকদের কারাবন্দী, গৃহবন্দী করে সৌদি আরবকে সুন্দর (!) একটি পরাধীন রাষ্ট্র হিসেবে উপস্থাপন করেছে। ফলশ্রুতিতে নিজেদের ক্ষমতা টিকেয়ে রাখতেই সৌদি সরকার মহানুভব (!) ট্রাম্পের দ্বারস্থ হয়েছে। এই পরিস্থিতিতে তারা কিভাবে মুসলিম উম্মাহর স্বার্থ নিয়ে মাথা ঘামাতে পারে!

ডোনাল্ড ট্রাম্পরা নিমিষেই মুসলিমদের বিরুদ্ধে এরকম ভয়ংকররূপে আবির্ভূত হননি- এজন্য তারা মিডিয়াকে ব্যবহার করেছেন অত্যন্ত সুকৌশলে। প্রতিটি মুসলিম দেশের মিডিয়াতে তাদের এজেন্ট বসিয়েছেন, ইসলাম ও মুসলিম উম্মাহকে নিয়ে ধারাবাহিক নেতিবাচক সংবাদ ছড়িয়ে দিয়ে মুসলিম উম্মাহর মধ্যে মুসলিমদের প্রতি বিদ্বেষভাব মহামারী আকারে বিস্তার করেছেন। খবরের শিরোনামে মুসলিম শব্দ দেখলেই মন আঁতকে ওঠে-আবার কি নাশকতা করল কোন মুসলিম! উগ্রবাদীতার চূড়ান্ত সীমায় মুসলমানদের অবস্থানকে উন্নীত করে ছেড়েছে আমেরিকা, আর মুসলিমদের ওপর অমুসলিমদের এই আচরণ অনন্তকাল ধরে অব্যাহত রয়েছে। ফলশ্রুতিতে বিশ্ব ক্রীড়া মঞ্চে দখলদার মিত্রতে রূপান্তরিত হয়েছে, প্রতিশোধ হয়ে ওঠেছে শত্রুতা। অত্যাচার রূপ নিয়েছে ইনসাফে, প্রতিরোধকে বলা হচ্ছে সন্ত্রাসবাদ ও হিংস্রতা।

ডোনাল্ড ট্রাম্প রাতারাতি ডিল অব সেঞ্চুরি বিশ্বের সামনে প্রকাশ করেননি- এজন্য তাকে অনেক পথ পাড়ি দিতে হয়েছে। মিসর ইয়েমেন সিরিয়া ইরাকসহ মুসলিম রাষ্ট্রগুলোতে হত্যাযজ্ঞ পরিচালনা করে হাজার হাজার জানবাজ দেশপ্রেমিক যুবক মুজাহিদদের শহীদ করার পরে ট্রাম্প আজকের জায়গায় উপনীত হওয়ার ঝুঁকি নিতে সমর্থ হয়েছেন। এমনও হয়েছে, যারা ট্রাম্পের হাত থেকে রেহাই পেয়ে অন্যত্র আশ্রয় খুঁজছিলেন, তাদেরকে ওই দেশের সরকারই মূর্তিমান ট্রাম্প সেজে তাদেরকে হত্যা করেছে। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলেছে, যাক! দেশদ্রোহীকে জাহান্নামে পাঠালাম!

অনেক পরে হলেও মুসলিম উম্মাহর সম্বিৎ কিছুটা ফিরে এসেছে। বহিরাগত শত্রুকে আঁচ করতে পারছে তারা। কিন্তু অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও ক্ষমতালিপ্সুতা আজও তাদেরকে ছত্রভঙ্গ করে রেখেছে। বাইরের শত্রুর কি মুকাবিলা তারা করবে! যেখানে ভিতরের শত্রুর আক্রমণের তীর ফিরাতে ফিরাতে তারা আজ বড্ড ক্লান্তশ্রান্ত। তবে শেষ কথা, মুসলিম উম্মাহ বুঝতে পারছে যে, তারা আজ বিজাতীয়দের গভীর ষড়যন্ত্রের অতল গহ্বরে অবস্থান করছে।

বিশ্বে এখনো দেড়শো কোটির অধিক মুসলমানের বসবাস। আমরা আর কতোদিন ধৈর্য ধরে সময় অতিবাহিত করব? ফিলিস্তিন সর্বোপরি আমরা আমাদের ভূমিগুলোর ভবিষ্যৎ ট্রাম্প, নেতানিয়াহু কিংবা অন্যসব মোড়লদের হাতে ছেড়ে দিতে পারিনা। মহান আল্লাহ আমাদের দেহে এখনো উষ্ণ রক্তের প্রবাহ জারি রেখেছেন। এখন দরকার হৃদয়কে প্রশস্ত করা। মহাগ্রন্থ আল কোরআনের ওই বানী স্মরণ করে দেহ এবং মনে নতুন করে সঞ্জীবনী শক্তি তৈরি করা। আল্লাহ তায়ালা পূন্যময়ী নগরী আল কুদস সম্পর্কে বলেছেন, ‘এটা এমন ভূমি যেখানে আমি বিশ্বের জন্য কল্যাণ রেখেছি’। ( সূরা আম্বিয়া,আয়াত: ৭১) সুতরাং আল কুদসের পতাকা উড্ডীন করে ইসলাম ও মুসলমানদের ইজ্জত ও মর্যাদা সমুন্নত রাখা আমাদের জন্য এখন সময়ের অপরিহার্য দাবি।

আমাদের মনেপ্রাণে আল্লাহর এই প্রতিশ্রুতির ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করতে হবে যে, তিনি অবশ্যই যথাসময়ে আল কুদসকে পুনরায় বিজয় দান করবেন। আল কুদসের জন্য জীবনবাজি রাখা মুজাহিদিনরাও তাঁর সাহায্যপ্রাপ্ত হবে। সেদিন আল কুদস শত্রুদের জন্য মৃত্যুপুরী হয়ে ওঠবে। আর পবিত্র এই নগরীর কল্যাণ জারি থাকবে মহাপ্রলয়ের আগপর্যন্ত।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, আমার উম্মতের একটি বিশেষ দল সর্বদাই দ্বীনের উপর বিজয়ী এবং শত্রুর প্রতিপক্ষে প্রতাপশালী থাকবে। বিরুদ্ধাচরণকারীরা তাদের বিন্দুমাত্র ক্ষতি সাধন করতে পারবে না। তবে তারা কষ্টের মুখে পড়তে পারে। আল্লাহর অমোঘ সিদ্ধান্ত তথা মহাপ্রলয় সংঘটিত হওয়ার পূর্ব পর্যন্ত তারা এভাবেই (দ্বীনের উপর অবিচল থাকবে)। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন তারা কোথায় থাকবে? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, বায়তুল মুকাদ্দাস ও তার পার্শ্ববর্তী এলাকায়।

এজন্য সকল মুসলমানের জন্য শরঈ জিহাদের হুকুম ও প্রয়োজনীয়তা সম্পর্কে জানা অবশ্য কর্তব্য। আল্লাহ তায়ালা যে, প্রতিটি মুসলমানের সামর্থ্য অনুযায়ী সময়বিশেষ জিহাদকে আবশ্যক করেছেন- মুসলমানদের বিষয়টি সতর্কতার সঙ্গে ও সহীহভাবে উপলব্ধি করতে হবে। সম্মান বিবেচনায় ইসলামের তৃতীয়তম তীর্থস্থান ও মুসলমানদের প্রথম কিবলা রক্ষার্থে বিচ্ছিন্নতাবাদ পরিত্যাগ করে ঐক্যবদ্ধ হয়ে মুসলিম উম্মাহর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তাহলে অবশ্যই মহান আল্লাহ আমাদের পবিত্র ভূমি আমাদের ফিরিয়ে দিবেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ‘আর মুশরিকদের সাথে তোমরা যুদ্ধ কর সমবেতভাবে, যেমন তারাও তোমাদের সাথে যুদ্ধ করে যাচ্ছে সমবেতভাবে। আর মনে রেখো, আল্লাহ মুত্তাকীনদের সাথে রয়েছেন’। ( সূরা আত তাওবা, আয়াত ৩৬) এরকম সুস্পষ্ট সুসংবাদ দেয়ার পরও যদি আমরা পিছপা হই , আল্লাহ তার ইচ্ছা ঠিকই পূরণ করে নিবেন। তবে আমাদের পরিবর্তে আরেকটি দলকে তিনি বেছে নিবেন। পবিত্র কোরআনে এরশাদ হচ্ছে, ‘যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে তিনি তোমাদের পরিবর্তে অন্য জাতিকে প্রতিষ্ঠিত করবেন, এরপর তারা তোমাদের মত হবে না’। (সূরা মুহাম্মাদ,আয়াত ৩৮)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *