সুওয়াল
রোজা থেকে কি রক্ত দেওয়া যায়?
রক্ত দেওয়ার কারণে তারাবি পড়তে অসুবিধা হলে কী রক্ত দেওয়া যাবে?
আজকের মধ্যে উত্তর দিলে,খুবই উপকৃত হতাম?
জাওয়াব
রোযা অবস্থায় রক্ত দেয়া জায়েজ আছে। তবে যদি রক্ত দেবার কারণে রোযা রাখতে কষ্ট হয়ে যায়, তাহলে রক্ত দেয়া মাকরূহ হবে।
আর তারাবী নামায সুন্নতে মুআক্কাদা। যদি রক্ত দেয়া জরুরী হয়, তাহলে তারাবী পড়তে না পারলেও রক্ত দেয়া উচিত হবে। তবে রোযা রাখতে না পারলে রক্ত দেয়া যাবে না। অবশ্য কোন সূরতেই রক্ত দেবার কারণে রোযা ভঙ্গ হবে না।
সাবেত আলবুনানী রাহ. বলেন, হযরত আনাস রা. কে জিজ্ঞাসা করা হল রোযার হালতে শিঙ্গা লাগানোকে কি আপনারা মাকরূহ মনে করতেন? তিনি বলেন, ‘না। তবে এ কারণে দুর্বল হয়ে পড়লে তা মাকরূহ হবে।’-সহীহ বুখারী হাদীস ১৯৪০
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী