মার্কেটের উপর মসজিদ করার হুকুম কী?


সুওয়াল


উপরে মসজিদ নিচে মার্কেট করার হুকুম কী? মার্কেটটি মসজিদের মালিকানাধীন থাকবে। মার্কেটের আমদানীটা মসজিদের উপকারে আসবে। এ বিষয়ে শরয়ী সমাধান জানতে চাই।


জাওয়াব


 

যদি নির্মাণের শুরুতেই নিচে মার্কেট আর উপরে মসজিদ করা হয়, তাহলে তা জায়েজ আছে। কিন্তু পুরানো মসজিদ ভেঙ্গে নতুন করে নির্মাণের সময় নিচে মার্কেট রেখে উপরে মসজিদ করা জায়েজ হবে না।

উল্লেখ্য,  মসজিদ যেখানে থাকে সেখান থেকে নিয়ে উপরে আসমান পর্যন্ত পুরোটা মসজিদের হুকুমে। নিচের জমিন পর্যন্ত অংশটুকু নয়। কাজেই মসজিদ বানিয়ে তার উপর মার্কেট বা এপার্টমেন্ট বা অন্য কিছু বানানো জায়েজ হবে না।

لو جعل تحته حانوتا وجعله وقفا على المسجد قيل لا يستحب ذلك، ولكنه لو جعل فى الإبتداء هكذا صار مسجدا وما تحته صار وقفا عليه، ويجوز المسجد والقف الذى تحته (حاشية چلپى على التبيين، كتاب الوقف، فصل فى احكام المسجد، زكريا-4\271، امدادية ملتتان-3\330)

وعن بعض المشائخ إذا كان العلو والسفل حوانيت موقوفة على المسجد أو على الأغلب لا بأس به لأن الكل منقطع عن حقوق العباد (بناية-7\455)

 


উত্তর লিখন
লুৎফুর রহমান ফরায়েজী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *