কবি মাইন উদ্দিন মাহিন
শীতলতা গাঙ্গজলে ডুবন্ত শৈশবে
মিশে আছে যেন সেই উলঙ্গ সাঁতার,
জ্বরে তপ্ত ললাটে মা হাত রাখে যবে
সুখের পরশে ভীর নকশী কাঁথার,
জানালায় উঁকি ঝুঁকি হিজল পাতার;
মেতে উঠে স্মৃতি সব ঋতুর সৌরভে,
ঋতু আছে স্মৃতি তাই চিরদিন রবে,
অতীত স্মরণে তাই লেখি বারেবার।
.
হারানো সুদিন গুলো মনে পড়ে যায়
কখনো আঁখিতে ভাসি অতীত স্মরণে,
চলে যায় যেই দিন আসেনা জীবনে,
তবু কেন মনে পরে স্মৃতিতে কাঁদায়?
তাইতো গেঁথেছি স্মৃতি ছন্দ কবিতায়,
মেখেছি কাব্য সুবাস স্মৃতির বদনে।