কবি মাশকুরা খাতুন আমিনী
মুসলমান সব আয়রে ছুটে,
ক্বওমী মাদ্রাসাতে পড়ি।
কুরআন হাদীস বুঝে শুনে,
সুন্দর জীবনটাকে গড়ি।
খোদার হুকুম মেনে মোরা,
সঠিক পথে চলি।
মিথ্যা বলা ছেড়ে দিয়ে,
সত্যে কথা বলি।
মাদ্রাসাতে পড়ে মোরা সবাই,
জ্বালাবো দ্বীনের আলো।
সকল মুসলিম এক হয়ে,
হঁটাবো যত কালো।।