কবিতা : নিয়তি

এ জগৎ মিথ্যে,
মিথ্যে এই সংসার,
চিরস্থায়ী ওই কবরে,
থাকবে অন্ধকার।

মিথ্যে হবে আশার বানী,
ছিন্ন হবে বাধন,
মায়ার ভুবন ছেড়ে হবে,
পরলোকে গমন।

বসৎ ভিটা সবই রবে,
আমিই থাকব না,
মাটির দেহ লুটিয়ে গেলে,
কেও মনেও রাখবে না।

যাদের তরে সব করিলাম,
নিজের সুখ ত্যাগ করিলাম,
মরন হলে তারাই মোরে,
কবর পানে নিবে।

আকাশ ভরা তারা হবে,
রাতের আকাশ সুশ্রী হবে,
ভুবন ভরা সুবাস বইবে,
ফুল বাগানে ফুল ফুটবে,
নদীর বুকে ঢেউ খেলবে,
অচিন মাঝি পাল তুলবে,
ধানের খেতে ধান হবে,
উদাস কৃষক গান ধরবে,
নাটাই হাতে খুশি মনে,
ছুটবে শিশু মাঠের পানে,
বসন্ত এলে কোকিল ডাকবে,
রঙ্গি ভুবন নিজের পথে,
চলবে অবিরত,
থাকবে না কেবল তাহার মাঝে,
আমার নিথর দেহ।

চলে যাব বহু দূরে,
দুনীয়ার সীমা ছাড়ি,
নাচাইলেও যেতে হবে,
এইতো নিয়তি।

——————————————–

আদিল ইসলাম
মনোয়ারা সিকদার মেডিকেল কলেজ
সেশন:২০১৯-২০
ঠিকানাঃঃসাভার,ঢাকা।
ফোনঃ 01961984580
পোস্ট অফিসঃ কার্তিকপুর সাব পোস্টফিস, শরিয়তপুর ৮০২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *