কবিতায় হযরত আল্লামা আহমদ শফী রহ.

জোবায়ের জুবেল

সূর্যসন্তান ছিলে তুমি বাংলার আকাশে, রঙ ছড়িয়েছিলে সূর্যের মত,
তোমার আলোয় আলোকিত ভুবন
বঙ্গ ইতিহাসে চির অক্ষত।

মুখরিত ছিল বাংলার জমিন তোমার পদচারণায়,
বাতিলের ঘুপটি মেরে থাকা কালসাপের দল,
পায়নি স্থান কওমি আঙ্গিনায়।

ইলমের কান্ডারী তুমি, ছিলে আমলের বাস্তব নমুনা,
শতবর্ষীয় আলোক প্রদীপ ছিলে ছাড়িয়ে বিশ্ব সীমানা।

সুন্নাত ছিল তোমার দূর্গ কম্বল, তাসবীহ দানায় ছিল হুংকার,
সবরের পর্বতে ছিলে শীর্ষে আরোহিত,
সয়েছ অন্যায় দূর্ব্যাবহার।

মহানুভতায় ছিলে সদা অনুসরনীয়,
উদাহরণে ছিল তোমার নাম,
মাথা মোটা যত পঙ্গপালের দল
অবুঝে ছড়াল বিষ ঢালা বদনাম।

জাতির সেনানী ছিলে তুমি, ছিলে ভরসার এক অমোঘ আশ্রয়স্থল,
নিজ দায়িত্বে ছিলে নিবিড় ব্যাস্ত
নীতিতে অটল অবিচল।

এখলাস ছিল তোমার রক্ত চামড়ায়
দাওয়াত জবানের ভাষায়,
শত অপবাদে অপবাদী হয়েছ,
কেদেছো নীরবে নিরালায়।

এই বাংলার পথ-ঘাট, পত্র-পল্লবের শিরা উপশিরায়,
লিপিবদ্ধ তুমি স্বর্নাক্ষরে,
শতাব্দীর মহাকালে চির ভাস্বর তুমি
বাংলার মানুষের অন্তরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.