জোবায়ের জুবেল
হুজুর হয়ে লিখি আমি
এটাই আমার দোষ!
আমার লেখা ছাপবেনা তাই
দেখায় বড় জোশ।
দিলটা তাদের শক্ত বড়ই
জাফলং এর পাথর ফেইল!
প্রোফাইল পিকে হুজুর দেখে
তাই খুলে না আমার মেইল।
যোগ্যতা বা মেধা বল
যতই আমার থাকে,
পাক-ভারতের বর্ডার যেন
তাদের চোখে আকেঁ।
ভয় পেয়ে যায় মোল্লা দেখে
না জানি হায় কি হয়!
জীবন শুরু কিংবা শেষে
তারাই কথা কয়।
চোখটা খুলে দেখনা চেয়ে
আমরা কোথায় থাকি,
বলতে গেলে ভরবে পাতা
থাকবে কি আর বাকি!
ধর্ম, বর্ণ নির্বিশেষে
আমরা সবাই লিখি,
দিনের বেলায় চাদেঁর আলো
পানির মত দেখি।