সহশিক্ষা বন্ধ হলে নারী নির্যাতনের ঘটনা বন্ধ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমীর ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী।
তিনি বলেন, স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পুরুষ ও নারীদের আলাদাভাবে শিক্ষা ব্যবস্থার পাশাপাশি মেয়ে শিক্ষার্থীরা মেয়ে শিক্ষকের কাছে পড়াশোনা করলে নারী ঘটিত অপরাধ কমে আসবে।
গত (২৪ জুন) সোমবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দাশেরগাঁও জামিয়াতুন নূর আল ইসলামিয়া মাদ্রাসার নতুন ভবন উদ্বোধনকালে আল্লামা শাহ আহামদ শফী এ কথা বলেন।
আল্লামা শফী বলেন, ছেলে হোক আর মেয়ে হোক, সন্তান আল্লাহর দান। অন্তত একটি সন্তানকে আল্লাহর রাস্তায় কোরআন হাদিসের আলোকে শিক্ষিত করে তুলতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন জামিয়াতুন নূর আল ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা শিল্পপতি মো. হারুন অর রশিদ, বন্দর থানার ওসি মো. রফিকুল ইসলাম, সমাজ সেবক গোলজার মেম্বারসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদরাসার শিক্ষক শিক্ষার্থীরা।
——————————–
মাসিক আদর্শ নারীর ওয়েবসাইটে বিজ্ঞাপনের নিয়মাবলি
https://adarshanari.com/featured-2/7150/
মাসিক আদর্শ নারী পরিচালিত মেয়েদের জন্যে ব্যতিক্রমধর্মী শিক্ষাপ্রতিষ্ঠান মাদরাসা খাতুনে জান্নাত এর ফেসবুক পেইজ
https://www.facebook.com/MadrasaKhatuneJannat
সাইটের ফেসবুক পেইজ
https://www.facebook.com/adarshanari.web
অফিসিয়াল ফেসবুক গ্রুপ
https://www.facebook.com/groups/adarsha.nari