মাওলানা সাদ পূর্বের চেয়েও আরো বিভ্রান্তিকর বক্তব্য প্রদান করে যাচ্ছে : দেওবন্দের মুহতামিম

পনের ঘন্টার এক ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা আবুল কাসেম নোমানী। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) তিনি এ সফর করেন। সফরে তিনি দারুল উলুম মাদানীনগর মাদরাসার ইসলাহী জোড় ও জামিয়া ইসলামিয়া লালমাটিয়ার দস্তারবন্দি সম্মেলনে অংশগ্রহন করেন।

সম্প্রতি এক আলোচনায় তার কাছে নিজামুদ্দিনের বিতর্কিত আলেম ‘মাওলানা সাদ’ সম্পর্কে দারুল উলুম দেওবন্দের বর্তমান অবস্থান জানতে চাওয়া হলে তিনি বলেন, মাওলানা সাদ কথিত রুজআতের পরে ঈমান আক্বিদা বিষয়ে পূর্বের চেয়ে আরো বিভ্রান্তিকর বক্তব্য প্রদান করে যাচ্ছে। তার উপর দেওবন্দ কোন অবস্থাতেই আস্থাবান হতে পারছেনা। এই বিষয়ে দারুল উলুম দেওবন্দ তার পুর্বের অবস্থানেই রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন মাদানীনগর মাদরাসার মুহতামিম মাওলানা ফয়জুল্লাহ সন্দিপী, জামিয়াতুস সাহাবা উত্তরার মুহতামিম মাওলানা রুহুল আমিন উজানী, রাজশাহী জামেয়া উসমানিয়ার মুহতামিম মাওলানা জামালুদ্দিন সন্দিপী, মাওলানা এনায়েতুল্লাহ, মুফতী মোরশেদ বিন নূর প্রমুখ।

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা নুরুল ইসলামের কাদিয়ানী সম্প্রদায়ের পঞ্চগড়ের তথাকথিত ইজতিমাসহ তাদের বিভিন্ন অপঃতৎপরতা সম্পর্কে দেওবন্দের মুহতামিমকে অবহিত করেন। তাহাফফুজে খতমে নবুওয়তের চলমান কর্মসুচি সম্পর্কেও তাঁকে অবহিত করেন। দেওবন্দের মুহতামিম মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়তের ভুয়সী প্রশংশা করেন এবং কর্মসুচিতে সন্তুষ্টি প্রকাশ করেন।

পরে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুয়ত এর ঘোষিত বাংলাদেশে খতমে নবুওয়ত মহাসম্মেলনে দাওয়াত দিলে তিনি তাতে যোগদান করবেন বলে সম্মতি প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *