মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে মামলা নাকচ করে দিয়েছে আদালত

কাউসার লাবীব: ভাস্কর্যবিরোধী বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়ার অভিযোগে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি অ্যাডভোকেট আবদুল মালেক। তবে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মামলাটি আমলে না নিয়ে নাকচ করে দেন।

আদালত সূত্রে জানা যায়, ‘আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সাম জগলুল হোসেনের আদালতে মামলার আবেদন করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি এডভোকেট আবদুল মালেক। তবে মামলাটি আমলযোগ্য ধারায় করায় বিচারক তা ফিরিয়ে দেন। কেননা আমলযোগ্য ধারার মামলা সাধারণত থানায় করতে হয়।

আদালত সূত্রে আরো জানা যায়, বিচারক মামলার দরখাস্ত গ্রহণ না করার আরেটি কারণ হলো, বিভিন্ন আইন সাহায্যকারী সংস্থা যেহেতু সার্বক্ষণিক অনলাইন মনিটরিংয়ের দায়িত্বে আছেন। তাই এ ধরনের অপরাধ সংঘটিত হলে আইনশৃঙ্খলা বাহিনী নিজে বাদী হয়ে মামলাটি করতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *