মাহে রমজানে আকর্ষণীয় নূরানী ও হিফজ মু‘আল্লিম প্রশিক্ষণ

আসছে মাহে রামাজান উপলক্ষে হিজবুল মু‘আল্লিমীন বাংলাদেশ-এর পক্ষ থেকে নূরানী পদ্ধতিতে পবিত্র কুরআন ও হিফজ মু‘আল্লিম প্রশিক্ষণের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ৫টি ক্যাটাগরিতে এ প্রশিক্ষণ কোর্স নিম্নবর্ণিতভাবে বিন্যস্ত করা হয়েছে–

 

——————— (এক) ———————

৩০ দিন ব্যাপী নূরানী মু‘আল্লিম প্রশিক্ষণ ও হিফজ মু‘আল্লিম প্রশিক্ষণ কোর্স (আলাদা-ভাবে) :

কোর্সের সময় : ২০ শা‘বান (মুতাবিক ২৬ এপ্রিল) থেকে ৩০ দিন।

কোর্স ফি : ভর্তি ফি ও থাকা-খাওয়াসহ মোট ৪৮০০/=।

 

——————— (দুই) ———————

৪০ দিন ব্যাপী নূরানী মু‘আল্লিম প্রশিক্ষণ ও হিফজ ‍মু‘আল্লিম প্রশিক্ষণ কোর্স (একসাথে) :

কোর্সের সময় : ২০ শা‘বান (মুতাবিক ২৬ এপ্রিল) থেকে ৪০ দিন।

কোর্স ফি : ভর্তি ফি ও থাকা-খাওয়াসহ মোট ৫৯০০/=।

 

——————— (তিন) ———————

২০ দিন ব্যাপী নূরানী মু‘আল্লিম প্রশিক্ষণ ও হিফজ ‍মু‘আল্লিম প্রশিক্ষণ কোর্স (আলাদা-ভাবে)

* কাঁচপুর শাখায় * :

কোর্সের সময় : ১ রামাজান (মুতাবিক ৭ মে) থেকে ২০ দিন।

কোর্স ফি : ভর্তি ফি ও থাকা-খাওয়াসহ মোট ২৯০০/=।

 

——————— (চার) ———————

১০ দিন ব্যাপী নাজেরা, হিফজ ও তিলাওয়াতে কুরআন প্রশিক্ষণ কোর্স :

কোর্সের সময় : ১৩/১৪ শা‘বান (মুতাবিক ১৯ এপ্রিল) থেকে ১০ দিন।

কোর্স ফি : ভর্তি ফি ও থাকা-খাওয়াসহ মোট ১৭০০/=।

 

——————— (পাঁচ) ———————

১৫ শা‘বান হতে ৩০ দিন ব্যাপী নূরানী ও হিফজ মু‘আল্লিমাহ (মহিলা) প্রশিক্ষণ কোর্স।

 

কোর্সের স্থান :

হিজবুল মু‘আল্লিমীন প্রধান কার্যালয় :

নূরানী মঞ্জিল, শান্তিধারা, সাইনবোর্ড, ঢাকা।

যোগাযোগ মোবাইল নম্বর : 01985-869405

 

প্রশিক্ষণ প্রদান করবেন :

উস্তাজুল মু‘আল্লিমীন শাইখুর কুররা হযরত মাওলানা হোসাইন আহমদ সাহেব

বিশ্বনন্দিত হাফেজ ও ক্বারীগণের স্বনামধন্য উস্তায শাইখুল হুফফাজ হাফেজ ক্বারী আবদুল হক সাহেব

উস্তাযুল হুফফাজ হাফেজ ক্বারী নাজমুল হাসান

উস্তাযুল হুফফাজ হাফেজ ক্বারী নেছার আহমাদ আন নাছিরী

উস্তাজুল আসাতিজা মাওলানা ক্বারী আনিসুর রহমান

 

সার্বিক ব্যবস্থাপনায় :

ইবনে শাইখুল কুররা উস্তাযুল মু‘আল্লিমীন ক্বারী মুহাম্মদ মাহমূদুল হাসান

যুগ্ন মহাসচিব, হিজবুল মু‘আল্লিমীন বাংলাদেশ

মোবাইল : 01985-869405

 

তত্ত্বাবধানে :

মুফতী আবুল হাসান শামসাবাদী

মহাসচিব, হিজবুল মু‘আল্লিমীন বাংলাদেশ ও সম্পাদক, মাসিক আদর্শ নারী

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *