জুতা পায়ে জানাযা নামাজ পড়ার বিধান

জানাযার নামাযে আমাদের অনেকের একটা দ্বন্দ-সন্দেহ কাজ করে। জানাযা পড়তে গিয়ে দেখি জুতো ও স্যান্ডেল পায়ে লোকেরা জানাযার নামায পড়ে ফেলছে। মনে প্রশ্ন জাগে, এটা কি ঠিক? তাদের নামায হচ্ছে তো? কারণ ৫ ওয়াক্ত নামায আমরা জুতো ছাড়াই আদায় করি।

জানাযা নামাযও সাধারণতঃ জুতা ছাড়া আদায় করা হয়। তাহলে এভাবে যারা ‍জুতো নিয়ে জানাযার নামাযে শরীক হচ্ছেন তাদের নামায কি আদৌ হচ্ছে? কিংবা জুতো খুলে তার ওপরে দাঁড়িয়ে আবার অনেকে নামায আদায় করেন তাদের নামাযের-ই বা কী বিধান?  আসুন, বিষয়টি জানার চেষ্টা করি ।

এখানে মূলকথা হলো, স্যান্ডেল বা জুতোয় কোনো নাপাক বা অপবিত্র বস্তু না থাকলে তাতে নামায পড়াতে কোনো অসুবিধে নেই। নাপাক বা অপবিত্র বস্তু স্যান্ডেলের নিচে থাকলে সেটা খুলে তার ওপরে দাঁড়িয়ে নামায আদায় করতে পারবে। তবে ভূমি পবিত্র থাকলে স্যান্ডেল বা জুতো খুলে পবিত্র মাটিতে দাঁড়িয়ে নামায আদায় করা উত্তম ।

সুত্র: আল বাহরুর রায়েক: ২/৩১৫;  ফাতাওয়া আলমগিরি : ১/৬২;  এমদাদুল আহকাম : ২/৪৪৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *