প্রশ্ন : আসসালামু আলাইকুম। সম্প্রতি একটি সমস্যায় পড়েছি। তাই জানতে চাচ্ছি, স্ত্রীর পুরনো প্রেম সম্পর্কে জানতে পারলে কি করবো এবং এসব ক্ষেত্রে স্বামীর প্রতি ইসলামের বিধান ও পরামর্শ কি?
উত্তর : ওয়া আলাইকুমুস সালাম। যদি স্ত্রী তাওবা করে নিজেকে শুধরে নিয়ে থাকে এবং বর্তমানে কোন সম্পর্কে না থাকে তাহলে এ নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়। কেননা আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ যাকে ক্ষমা করে দেন, বান্দার উচিত নয় তাকে কোন সঙ্কটাপন্ন পরিস্থিতিতে ফেলা, তার সঙ্গে সীমালঙ্ঘন করা।
কত পুরুষেরও তো এমনটা ঘটে থাকে। এক্ষেত্রে স্বামীর উচিত হল, বিষয়টিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে সামনে চলা এবং এর জন্য মাঝে মধ্যেই কথা না শুনানো, খোঁচাখুঁচি না করা।
তবে যদি স্ত্রী পুরনো সম্পর্ক এখনো বজায় রাখে আর তাকে বুঝানোর পরেও সে ফিরে না আসে সেক্ষেত্রে স্বামী চাইলে বিজ্ঞ কোন মুফতীর সঙ্গে পরামর্শ করে ন্যায়সঙ্গতভাবে সম্পর্কের ইতি টানতে পারেন আবার সংসারও করতে পারেন। সংসার করলে স্ত্রীকে এমন কাজ থেকে ফেরানো স্বামীর দায়িত্বের অন্তর্ভুক্ত থাকবে – আর সেটা হতে হবে উত্তম পন্থায়। তবে এমতাবস্থায়ও তাকে তালাক দেওয়া জরুরী নয়।–সুনানে আবূ দাউদ, হাদীস নং ২০৫১; সুনানে নাসায়ী, হাদীস নং ৩২২৯