প্রশ্ন : বয়স্ক নারীদের চুল মুন্ডানোর বিধান কী? অসুস্থতার কারণে নারীদের চুল মুন্ডন করা জায়েজ হবে কি?
উত্তর : বিনা ওজরে এমনিতে নারীদের জন্য চুল মু-ানো জায়েজ নেই। আর যদি ফ্যাশনের জন্য হয় তাহলে তা আরও কঠিন। তবে, ওজরের কারণে নারীদের চুল কাটা বৈধ। (রদ্দুল মুহতার : ৯/৬৭১; ফাতাওয়ায়ে হিন্দিয়া : ৫/৪১৪; মাহমুদিয়া : ১০/১২০)।
উত্তর প্রদান : মুফতি হিফজুর রহমান প্রধান মুফতি, জামিয়া রাহমানিয়া আরাবিয়া, ঢাকা