প্রশ্ন : অনেক সময় বাম হাতে পানি পান করা হয়, শুকনো কোন খাবারও বাম হাতে খাওয়া হয়। সেটা প্রয়োজনে বা অপ্রয়োজনে। কেউ কেউ এ থেকে নিষেধ করেন। বাম হাতে পানাহার কি আসলে নাজায়েয? যদি নাজায়েয হয় তাহলে কখনো ডান হাত ব্যস্ত থাকলে তখন কীভাবে পান করবো?
উত্তর : কোন কারণ ছাড়া বাম হাতে পানি পান করা মাকরূহ। একাধিক হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম হাতে পানাহার করতে নিষেধ করেছেন। ইরশাদ হয়েছে,
لا تأكلوا بالشمال، فإن الشيطان يأكل بالشمال
“তোমরা বাম হাতে খেয়ো না, নিশ্চয়ই শয়তান বাম হাতে খায়।” -মুসলিম, হাদীস নং: ৩৭৬৩
এমনিভাবে ডান হাতে পানাহারের নির্দেশ করে রাসুলুল্লাহ (সা.) বলেছেন,
إذا أكل أحدكم فليأكل بيمينه، وإذا شرب فليشرب بيمينه، فإن الشيطان يأكل بشماله، ويشرب بشماله
“তোমাদের কেউ যখন খাবে সে যেন ডান হাতে খায় এবং যখন পান করবে সে যেন ডান হাতে পান করে। নিশ্চয়ই শয়তান বাম হাতে খায়, বাম হাতে পান করে। -সহীহ মুসলিম, হাদিস নং: ৩৭৪৬
বাম হাতে খাবার গ্রহণকারী জনৈক ব্যক্তিকে নবীজি তিরস্কার করেছেন এবং একে অহংকার হিসেবে ব্যক্ত করেছেন। হাদিস শরীফে এসেছে,
عن سلمة بن الأكوع رضي الله عنه أن رجلاً أكل عند النبي صلى الله عليه وسلم بشماله، فقال: كل بيمينك» » ، قال: لا أستطيع، قال: «لا استطعت»، ما منعه إلا الكبر، قال: فما رفعها إلى فيه.
“হযরত সালামা ইবনুল আকওয়া (রা.) থেকে বর্ণিত, জনৈক ব্যক্তি রাসূল (সা.)-এর সামনে বাম হাতে খাচ্ছিল। রাসূল (সা.) বললেন, তুমি ডান হাতে খাও। সে বলল আমি পারব না। রাসূল (সা.) বললেন: আর কখনো পারবেও না। একমাত্র অহংকারই তাকে ডান হাত দিয়ে খাওয়া থেকে বিরত রাখল। বর্ণনাকারী বলেন: এরপর সে আর কখনো মুখের কাছে হাত উঠাতে পারেনি।” –সহিহ মুসলিম, হাদিস নং: ৩৭৬৬
তবে ফুকাহায়ে কেরাম ও মুহাদ্দিসগণ বলেন, প্রয়োজন হলে, অথবা ডান হাত ব্যবহারে অক্ষম হলে বাম হাতেও পানাহার করা যাবে। -শরহে মুসলিম, ইমাম নববী ২/১৭২; ফাতহুল বারী ৯/৪৩৩; আততামহীদ, ইবনে আবদুল বার ১১/১১১
গ্রন্থনা ও সম্পাদনা: মুহাম্মদ ফয়জুল্লাহ
যে হাদিসগুলোর রেফারেন্স দিয়েছেন, সেগুলো সহিহ মুসলিম এ মেলাতে গিয়ে দেখি মিলছেনা। কারণ কি?
হাদীসের শব্দগুলো লিখে গুগল করলেই পেয়ে যাবেন। হাদীসে ভুল নেই। নাম্বারিং এ ভুল থাকতে পারে।