জানেন কি? মদীনা মাসহাফ নামে পরিচিত কুরআনের কপিটি যে সম্পূর্ণ হাতে লেখা? সাধারনত ধারণা করা হয়, এটি ডিজিট্যালি কোন ফন্ট ব্যবহার করে লেখা হয়েছে কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ ভুল। একজন ব্যক্তির সম্পূর্ণ হাতের লেখায় এই কপিটি তৈরি হয়েছে।
তার নাম শাইখ উসমান ত্বাহা। তার সারাজীবনে তিনি চৌদ্দটি কুরআনের মাসহাফ লিখেছেন। এর মধ্যে মদীনার কিং ফাহাদ কমপ্লেক্স ফর দি প্রিন্টিং অব দ্যা হলি কুরআন এর জন্য চারটি মাসহাফ তৈরি করেন, যার জন্য তার আঠারো বছর সময় লেগেছে। একটি মাসহাফ লিখতে সাধারণত তিন বছরের অধিক সময় লাগে এবং প্রুফ রিডিং এর জন্য আরও এক বছর সময় লাগে।
শাইখ উসমান ১৯৩৪ সালে সিরিয়ার আলেপ্পোতে জন্মগ্রহণ করেন এবং ক্যালিওগ্রাফির প্রতি তার আগ্রহ তাকে আরবী ক্যালিওগ্রাফির বিভিন্ন শিক্ষকের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে অগ্রসর হতে অনুপ্রাণিত করে। তার শিক্ষকের মধ্যে অন্যতম তুরস্কের বিখ্যাত ক্যালিওগ্রাফার শাইখ মুসা আযমী, যার কাছ থেকে তিনি সনদ প্রাপ্ত হন।
১৯৮৮ সালে সউদি আরব সফরের সময় তাকে কিং ফাহাদ কমপ্লেক্স ফর দ্যা প্রিন্টিং অব দ্যা হলি কুরআন এর জন্য কাজ করার দায়িত্ব দেওয়া হয়। তার লিখিত মাসহাফ থেকেই পরবর্তীতে কপি করে কুরআনের পান্ডুলিপি তৈরি করে বিশ্বজুড়ে তা বিতরণ করা হয়। আপনার হাতে যদি কোন মাদানী মাসহাফ থাকে, তবে অধিক সম্ভাবনা রয়েছে মাসহাফটি তার লিখিত।
ilmfeed.com অবলম্বনে, মুহাম্মদ আল-বাহলুল