তাবলীগ ইস্যুতে বাংলাদেশের প্রতিনিধিদলকে দেওবন্দের আমন্ত্রণ

বাংলাদেশের তাবলীগের মুরব্বিদেরেকে আগামী ২৩ জানুয়ারি দেওবন্দ যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন দারুল উলুম দেওবন্দ।

আজ সোমবার ২১ জানুয়ারি ভারতের জমিয়তে উলামায়ে ইসলামের অফিসিয়াল পেডে দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস, জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি আল্লামা আরশাদ মাদানি স্বাক্ষরিত একটি চিঠি সংবাদ মাধ্যমের কাছে হস্তান্তর করা হয়েছে। চিঠিটি কাকরাইলের মুরব্বি মাওলানা জুবায়ের আহমদের ছেলে মাওলানা হানজালা মিডিয়াকে পাঠিয়েছেন।

তাবলীগ ইস্যুতে বাংলাদেশের প্রতিনিধিদলকে দেওবন্দের আমন্ত্রণ 2

চিঠিতে বাংলাদেশের মুরব্বিদের আগামী ২৩জানুয়ারি ভারতের দেওবন্দে তাবলিগের চলমান সংকট নিরসনে আমন্ত্রণ জানিয়েছেন।

গত ১৫ জানুয়ারির বাংলাদেশের উচ্চতর প্রতিনিধি টিম দারুল উলুম দেওবন্দ সফরের কথা ছিল। দেওবন্দ যাওয়ার উচ্চতর প্রতিনিধি টিমে আছেন, ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ, ধর্মসচিব মুহা. আনিছুর রহমান, এডিশনাল ডিআউজি মনিরুজ্জামান, আল্লামা মাহমুদুল হাসান, মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ, মাওলানা রবিউল হক, সৈয়দ ওয়াসিফুল ইসলাম, মাওলানা মাহফুজুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *