অনলাইনে রমজান মাসে ২০দিন ব্যাপী বয়স্ক কুরআন শিক্ষা কোর্স

অনলাইনে পবিত্র মাহে রামাজানে ২০দিন ব্যাপী নূরানী পদ্ধতিতে কুরআন শিক্ষা কোর্স

 

কুরআন তিলাওয়াত সকল ঈমানদারের সব সময়ের জন্য আবশ্যকীয় আমল। রামাজান মাস পবিত্র কুরআন নাযিলের মাস হিসেবে এ মাসে কুরআন তিলাওয়াতের চর্চা বিশেষ গুরুত্বপূর্ণ।

অথচ আমরা অনেকেই কুরআন শরীফ পড়তে পারি না। আবার অনেকে পড়তে পারলেও কুরআন পড়া  সহীহ-শুদ্ধ হয় না। অনেকে আবার পড়ার নিয়ম-কানূন বা তাজবীদুল কুরআন সম্পর্কে জানি না।

দেশে লক-ডাউন চলছে। সারাদিন বাসায় থাকছেন, সব কাজ শেষে দিনে এক ঘন্টা সময় বের করতে পারবেন এবং চাচ্ছেন এই সুযোগে শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত ও তাজবীদের নিয়ম-কানুন শিখতে— তাহলে আপনার জন্য সুখবর!

মাসিক আদর্শ নারী ও জামিয়া মারকাযুদ আল ইসলামিয়া-এর যৌথ উদ্যোগে আয়োজন হতে যাচ্ছে বয়স্ক পুরুষদের জন্যে রামাজানে অনলাইনে ২০ দিন ব্যাপী পবিত্র কুরআন ও তাজবীদ শিক্ষা কোর্স।

ক্লাস নেবেন : মাসিক আদর্শ নারীর সম্পাদক মুফতী আবুল হাসান শামসাবাদী ও সহযোগী সম্পাদক মুফতি সাঈদ আল হাসান

 

কোর্সটিতে অংশগ্রহণ করতে কী কী লাগবে?

  • বাসায় ভিডিও কলে কথা বলার মত ডিভাইস ও ইন্টারনেট সংযোগ থাকা। 
  • কমপক্ষে তিন এমবিপিএস কানেকশন। 
  • পিসি অথবা মোবাইলে জুম (Zoom) সফটওয়্যারটি ইন্সটল থাকা। 
  • কথা বলা ও শোনার জন্য হেডফোন। 
  • ভিডিওর জন্য বিল্ট-ইন ক্যামেরা বা ওয়েবক্যাম।
  • বাধ্যতামূলক প্রতিটি ক্লাসে অংশগ্রহণ করা। 
  • ফেসবুক মেসেঞ্জারে সার্বক্ষণিক একটিভ থাকা।

 

 ক্লাস শুরু হবে কবে থেকে?

৫ রামাজান মোতাবেক ১৮ এপ্রিল ২০২১, রোজ রবিবার থেকে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। রেজিস্ট্রেশন শেষে রিমাইন্ডার দিয়ে রাখুন।

 

ক্লাস কখন হবে?

বাংলাদেশ সময় বিকেল ৪:০০ থেকে ৫:০০ পর্যন্ত অথবা আলোচনা সাপেক্ষে। 

 

যেভাবে ক্লাসে অংশ নেবেন – 

ক্লাস Zoom সফটওয়ারের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

আপনাকে একটি মেসেঞ্জার গ্রুপে এড করা হবে। প্রতিদিন সেখানে ক্লাসের লিঙ্ক দেয়া হবে। লিঙ্কে ক্লিক করলেই ক্লাসে যুক্ত হয়ে যাবেন। জুম ব্যবহার জানা না থাকলে এই ভিডিওটি দেখে নিন। https://www.youtube.com/watch?v=FPFdMSE9EVU

জুম ইন্সটল লিঙ্ক 

পিসি https://zoom.us/client/latest/ZoomInstaller.exe

জুম মোবাইল https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings

ইন্সটল শেষ হলে একটি একাউন্ট করে রাখুন।

কোর্স ফি কত?

কোর্স ফি মাত্র ৫০০ টাকা। 

কোর্স ফি কেন নেয়া হচ্ছে? 

কুরআন শিক্ষাদানের বিনিময়ে টাকা গ্রহণ আমাদের কাছে যদিও পছন্দনীয় নয়,  কিন্তু কয়েকটি কারণে আমরা কোর্স ফি নির্ধারণ করেছি–

১। আমরা জুম সফটওয়ারটির পেইড ভার্সনের মাধ্যমে ক্লাস করিয়ে থাকি। 

২। কোটা যেহেতু সীমিত, তাই আমরা শুধুমাত্র সিরিয়াসলি শিখতে আগ্রহী ব্যক্তিদের সিলেক্ট করবার কথা ভাবছি। ইতোপূর্বে দেখা গেছে, ফ্রিতে দেয়া হলে ব্যাপকহারে আবেদন জমা পড়তে থাকে। অনেকে জাস্ট দেখার জন্যে কোর্সে যুক্ত হন। যা কষ্টকর ও সময় নষ্টের কারণ। 

৩। কোর্সটি পরিচালনা করা একটি ব্যয়বহুল বিষয়। 

এ সমস্ত কারণেই আমরা নামমাত্র ফি নির্ধারণ করেছি। এর বাইরে যত খরচ হবে, সব আমাদের ফাণ্ড থেকেই ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ তা‘আলা। 

 

কোর্স থেকে কী কী বেনিফিট পাওয়া যাবে? 

  • প্রতিদিন মনোযোগ দিয়ে ক্লাস করলে এবং ক্লাসে দেয়া প্রতিদিনের পড়া প্রতিদিন ভালোভাবে আত্মস্থ করতে পারলে কোর্স শেষে আপনি পবিত্র কুরআন মাজীদ সহীহ-শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ।
  • সেই সাথে ‍জরুরী আহকামে দ্বীন তথা উজু-ইস্তিঞ্জা ও নামাযের জরুরী মাসায়িল এবং প্রয়োজনীয় সূরাহ ও দু‘আ-কালাম শিক্ষা দেয়া হবে। 
  • অংশগ্রহণকারী প্রত্যেকের জন্যে মাসিক আদর্শ নারীর বিশেষ ভলিয়াম উপহার হিসেবে থাকবে। 

 

কিভাবে ভর্তি হবো?

উপরের বিষয়গুলো বিবেচনা করার পর কুরআন শিক্ষা কোর্সে অংশগ্রহণে আগ্রহী হলে ভর্তি ফর্ম পূরণ করে ভর্তি হতে পারেন।

ভর্তি ফরমের লিঙ্ক নিম্নে প্রদত্ত হলো–

https://forms.gle/AAWUXaDtSatZkkPX7

বি. দ্র. আরো কোনকিছু জানতে প্রয়োজনে যোগাযোগ করতে চাইলে মাসিক আদর্শ নারী-এর পেইজে মেসেজ দিতে পারেন। অথবা এই গ্রুপেও আপনার প্রশ্ন বা জিজ্ঞাসাটি পোস্ট করতে পারেন। অথবা পার্সনালি সম্পাদকদ্বয়ের আইডিতে মেসেজ করতে পারেন। লিঙ্ক নিচে দ্রষ্টব্য। এ ছাড়াও কল দিতে পারেন এই নাম্বারে 01710-709598 (মুফতি সাঈদ আল হাসান) ।  

———————————————————–

আয়োজক: মাসিক আদর্শ নারী ও জামিয়া মারকাযুদ আল ইসলামিয়া

প্রশিক্ষক: মুফতী আবুল হাসান শামসাবাদীমুফতি সাঈদ আল হাসান

https://docs.google.com/document/d/1REyXKMGCe_rBVGLF5MmJk-DqkQPBPr0FoE6S_7jl2Ug/edit?usp=sharing


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *